E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী নিহত

২০২০ নভেম্বর ২৮ ১৫:৩৭:২৭
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী নিহত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর-দেওয়ানগঞ্জ হাইওয়ে রাস্তার জামালপুর শহরের মনিরাজপুর মোড় এলাকায় প্রাইভেটকার ও মোটর সাইকেলের পাশাপাশি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সুবর্ণা (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটর সাইকেল আরোহী রফিউদ্দিন উজ্জল নামের স্থানীয় মসজিদের এক ইমাম।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে স্থানীয় জাবালে নূর মসজিদে মক্তবপাঠ শেষে ওই রাস্তার পাশে সহপাঠীদের জন্য দাঁড়িয়ে থাকার সময় একটি প্রাইভেটকার সুবর্ণাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহত সুবর্ণা মনিরাজপুর এলাকার মো. সজিব হোসেনের মেয়ে। সে স্থানীয় বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, সকালে মক্তবপাঠ শেষে মসজিদ সংলগ্ন রাস্তা পার হয়ে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল সুবর্ণা। এ সময় দেওয়ানগঞ্জগামী একটি প্রাইভেটকারের সাথে পাশের যোগীর ঘোপা রাস্তা থেকে হাইওয়েতে ওঠা স্থানীয় মসজিদের ইমাম রফিউদ্দিন উজ্জলের মোটরসাইকেলের পাশাপাশি ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সুবর্ণাকে ধাক্কা দিয়ে পাশে খাদে পড়ে যায়। এ সময় আহত হন ওই ইমাম। ঘটনাস্থলেই মারা যায় সুবর্ণা। আহত ইমাম রফিউদ্দিন উজ্জলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পালিয়ে যায় প্রাইভেটকারের চালক। পুলিশ ওই প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ- ৩৫-৯৪৩৬) জব্দ করে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এক মোটর গ্যারেজে মেরামতের জন্য রেখেছে। মেরামত শেষে সচল হলেই থানার জিম্মায় রাখা হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

এদিকে, ময়নাতদন্ত ছাড়াই নিহত সুবর্ণার জানাজা ও দাফন জোহর নামাজের শেষে সম্পন্ন হয়েছে।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, মনিরাজপুর মোড় এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী সুবর্ণা ও ইমাম উজ্জলকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মারা যায় সুবর্ণা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(আরআর/এসপি/নভেম্বর ২৮, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test