E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে বোমা হামলার ১৫তম বার্ষিকী পালিত

২০২০ নভেম্বর ২৯ ১৬:৫৫:১০
গাজীপুরে বোমা হামলার ১৫তম বার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে সন্ত্রাসী জে.এম.বি কর্তৃক আত্মঘাতী বোমা হামলার ১৫তম বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। 

এ উপলক্ষে রবিবার দিনব্যাপী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজধারণ ও কালো পতাকা উত্তোলন, নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল প্রভৃতি।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আঃ ছোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমতউল্লাহ খান, সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল কালাম, গাজীপুর বারের সাবেক সভাপতি ও জিপি আমজাদ হোসেন বাবুল, এডভোকেট ওয়াজ উদ্দিনমিয়া, মো: সুলতান উদ্দিন, রফিক উদ্দিন আহমেদ, আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত পিপি মকবুল হোসেন কাজল, ড. শহিদুজ্জামান, সুদিপ কুমার চক্রবর্তী প্রমুখ।

সকালে গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম, জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আশরাফুল আলম, স্থানীয় আইন কর্মকমিশন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পৃথকভাবে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

(এস/এসপি/নভেম্বর ২৯, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test