E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গড়াডোবায় নৌকার প্রার্থী হতে চান সোহাগ

২০২০ নভেম্বর ২৯ ১৯:০১:০৯
গড়াডোবায় নৌকার প্রার্থী হতে চান সোহাগ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী হতে চান মোহাম্মদ কামরুজ্জামান খান সোহাগ। তিনি ৪ নং গড়াডোবা ইউনিয়নের নির্বাচিত সাবেক চেয়ারম্যান। বর্তমানে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

কামরুজ্জামান সোহাগ ১৯৭৪ সালের ৬ ডিসেম্বর গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মোঃ আবুল হাসেম খান ও মাতা সৈয়দা মাশহুদাহ খাতুন। মাধ্যমিক স্কুলের গন্ডি পেরিয়ে তিনি বিএ (অনার্স), এমএ (ইতিহাস) বিভাগে পাস করেছেন। সান্দিকোনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে ১৯৮৮ সন থেকে ১৯৮৯ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নাসিরাবাদ মহাবিদ্যালয় ময়মনসিংহ শাখার ছাত্রলীগের সম্মানিত সদস্য ছিলেন। আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শাখার ছাত্রলীগের সম্মানিত সদস্য হিসেবে ১৯৯৪ সাল হতে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত কেন্দুয়া উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।

এছাড়া ১৯৯৩ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত ৪ নং গড়াডোবা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০০৩ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত গড়াডোবা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত সদস্য ছিলেন। অপরদিকে গড়াডোবা ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে বিএনপি কর্তৃক ১৫ ফেব্রুয়ারির প্রহসনমূলক নির্বাচনে বেলট বাক্স ছিনতাই মামলায় তাকে আসামী করা হয়। ২০০১ সালেও বিএনপি জামাত জুট কর্র্তৃক ২টি মামলার আসামী করা হয়।

সামাজিক কর্মকান্ডের মধ্যে ওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ওয়াই হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, পূবাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, ভরাপাড়া কামিল মাদ্রাসার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

কামরুজ্জামান সোহাগ তার কাজের স্বীকৃতি স্বরূপ ২০১২ খ্রি. স্বাধীন বাংলা সংসদ কর্তৃক জেনারেল ওসমানি এ্যাওয়ার্ড, ২০১৪ খ্রি. এশিয়া হিউমেন রাইডস ফাউন্ডেশনের মাধ্যমে ন্যানসন ম্যান্ডেলা পদক, ২০১৫ খ্রি. জীবনের জন্য ফাউন্ডেশন মাদার তেরেসা স্বর্ণপদক, ১০১৫ খ্রি. সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির মাধ্যমে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দি স্বর্ণপদক প্রাপ্ত হন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে মাঠে স্বাস্থ্য বিধি মেনে ব্যাপক গণসংযোগ করছেন।

(এসবি/এসপি/নভেম্বর ২৯, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test