E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্বচ্ছল শিক্ষার্থীর দায়িত্ব নিবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ

২০২০ নভেম্বর ৩০ ১৩:০৬:৫৯
অস্বচ্ছল শিক্ষার্থীর দায়িত্ব নিবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার : অস্বচ্ছল শিক্ষার্থীদের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। তারা বলেন, এখন থেকে টাকার অভাবে কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবেনা। সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি শিহাব উদ্দিন ও সাধারন সম্পাদক এসএম রিয়াদ জিলানী সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।  তারা বলেন, সীতাকুণ্ডে কোন শিক্ষার্থী টাকার অভাবে বই কিনতে না পারলে,  ফরম ফিলআপ করতে না পারলে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ সেই শিক্ষার্থীর দায়িত্ব নিবে।  

রবিবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসদরের একটি রেঁস্তোরায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তারা এসব কথা বলেন। সীতাকুণ্ড প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভার আয়োজন করে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি- সাধারন সম্পাদক বলেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ আগামীতে সীতাকুণ্ডের শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর ব্যবস্থা করবে। শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধূলা ও সুস্থ বিনোদন সংক্রান্ত সুবিধা দিবে।

সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শিহাব উদ্দিন ও সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম বাবুল, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন, সাধারন সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পি, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারন সম্পাদক নাহিদুজ্জামান নিশাত, বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন কামরুল, সাধারন সম্পাদক ইমামউদ্দিন আদিল, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন টিপু, সাধারন সম্পাদক মাইনুল ইসলাম মিল্কি, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক নাইম উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ উদৌলা রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, আমরা ছাত্রলীগকে আবারো অতীতের ন্যায় যেকোন গৌরবোজ্জ্বল ভূমিকায় নেওয়ার চেষ্টা করব। যে কোন গণতান্ত্রিক কর্মসূচীতে যেমন ছাত্রলীগ মাঠে থাকবে তেমনি সকল অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদ করবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ কোন অন্যায় করলে বা সংগঠনপরিপন্থী আচরণ করলে, সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। মাদক সহ যেকোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে ছাত্রলীগ। সীতাকুণ্ডে ছাত্রলীগের কোন নেতা কর্মী টেন্ডারবাজীর সাথে, চাঁদাবাজির সাথে জড়াবে না। জড়ালে উপজেলা ছাত্রলীগ আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে আপনারা সবসময় ছাত্রলীগের সহযোগিতা পাবেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে আমাদের কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, এ মাসের সতের নভেম্বর সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে কার্যকরী কমিটির আংশিক ঘোষনা করে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ। এতে শিহাব উদ্দিনকে সভাপতি ও এসএম রিয়াদ জিলানী' কে সাধারন সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।

(ওএস/এসপি/নভেম্বর ৩০, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test