E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে বগুড়ায় মৌলবাদ বিরোধী মানববন্ধন

২০২০ ডিসেম্বর ০১ ১৭:৪৮:৩৭
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে বগুড়ায় মৌলবাদ বিরোধী মানববন্ধন

বগুড়া প্রতিনিধি : আজ (১ ডিসেম্বর) বিকেল ৩ টায় বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায়  মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ধর্মীয়, জাতিগত, শিশু, কিশোর, ছাত্র, যুব, নারী সংগঠন এবং রণাঙ্গণের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের ৬০টি সংগঠনের নেতৃবৃন্দ মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং সংবিধানের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টতাপূর্ণ হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এই মানববন্ধন কর্মসূচী একই সময়ে সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশের মূল দাবী হচ্ছে- অবিলম্বে জাতির পিতা এবং বাংলাদেশের সংবিধান অবমাননাকারী মামুনুল-বাবুনগরী গংকে গ্রেফতার করতে হবে এবং বাংলাদশে জামায়াত-হেফাজতের মৌলবাদী-সাম্প্রদায়িক-সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের নাগরিকদের দেশব্যাপী মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী এই প্রতিবাদ কর্মসূচি চালু রাখার অাহ্বান জানানো হয়। অংশগ্রহণকারী সবাইকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।

দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনসমূহ :

১. একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ২. সেক্টরস কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, ৩. সম্মিলিত সাংস্কৃতিক জোট, ৪. সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, ৫. খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশন, ৬. পেশাজীবী সমন্বয় পরিষদ, ৭. বাংলাদেশ মহিলা পরিষদ, ৮. প্রজন্ম ’৭১, ৯. বাংলাদেশ গ্রাম থিয়েটার, ১০. বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ১১. ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট, ১২. বাংলাদেশ রুখে দাঁড়াও, ১৩. বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, ১৪. ইতিহাস সম্মিলনী, ১৫. জাতীয় কবিতা পরিষদ, ১৬. স¤প্রীতি বাংলাদেশ, ১৭. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, ১৮. জাতীয় কবিতা পরিষদ, ১৯. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, ২০. বাংলাদেশ পথনাটক পরিষদ, ২১. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, ২২. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, ২৩. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, ২৪. বাংলাদেশ চারুশিল্পী সংসদ, ২৫. জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২৬. বঙ্গবন্ধু পরিষদ, ২৭. বঙ্গবন্ধু গবেষণা সংসদ, ২৮. সম্মিলিত সামাজিক আন্দোলন, ২৯. বাংলাদেশ যুব মৈত্রী, ৩০. বাংলাদেশ ছাত্র মৈত্রী, ৩১. বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), ৩২. জাতীয় যুব জোট, ৩৩. ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্র, ৩৪. মৌলবাদ ও সা¤প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন, ৩৫. বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ, ৩৬. ’৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তন জাতীয় কমিটি, ৩৭. কেন্দ্রীয় খেলাঘর, ৩৮. বাংলাদেশ আদিবাসী ফোরাম, ৩৯. মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, ৪০. মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ, ৪১. বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ), ৪২. বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম, ৪৩. গৌরব ’৭১, ৪৪. অপরাজেয় বাংলা, ৪৫. মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, ৪৬. কর্মজীবী নারী, ৪৭. জাতীয় নারী জোট, ৪৮. নারী মুক্তি সংসদ, ৪৯. বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ৫০. শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (বাংলাদেশ চাপ্টার), ৫১. জঙ্গীবাদ ও সা¤প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা, ৫২. সেকুলার ইউনিটি বাংলাদেশ, ৫৩. ইউথ ফর ডেমোক্রেসী এন্ড ডেভলপমেন্ট, ৫৪. আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ৫৫. আওয়ামী প্রজন্ম লীগ, ৫৬. মুক্তিযুদ্ধ মঞ্চ, ৫৭. ঘাসফুল শিশু কিশোর সংগঠন, ৫৮. বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, ৫৯. জাতীয় আদিবাসী পরিষদ, ৬০. জঙ্গীবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ।

(বিএসকে/এসপি/ডিসেম্বর ০১, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test