E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে গৃহপরিচারিকা হত্যা, শিশু অপহরণ

২০১৪ আগস্ট ২০ ১০:৪৫:৩৯
নীলফামারীতে গৃহপরিচারিকা হত্যা, শিশু অপহরণ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী শহরের থানাপাড়া এলাকায় সুমি আক্তার (১৫) নামে এক গৃহপরিচারিকাকে ধর্ষণের পর হত্যা করে ১৭ মাস বয়সী শিশুকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

সুমি আক্তার জলঢাকা উপজেলা খুটামারা ইউনিয়নের আরাজি বালাপাড়া গ্রামের বাসিন্দা। সুমি একই উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের নুর মোহাম্মদ বেগের বাসায় ছয় বছর ধরে কাজ করছিলো।

হত্যা ছাড়াও নুর মোহাম্মদের ১৭ মাস বয়সী ছেলে জোনায়েদকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সন্ধ্যার সময় টেঙ্গনমারী স্কুল থেকে ফেরার পর বাসার দরজা খোলা দেখে সন্দেহ হয় নুর মোহাম্মদের স্ত্রী শিরিন বানুর। পরে তারা খোঁজাখুঁজি করে শিশু জোনায়েদকে না পেলেও টয়লেটে সুমির মৃতদেহ দেখতে পান।

শিরিনা বেগম বলেন, ‘সকালে তাদের দুজনকে বাসায় রেখে আমি স্কুলে গিয়েছি। ফিরে এসে দেখি পুরো বাসা এলোমেলো। সুমির মৃতদেহ পড়ে আছে। আমার ছেলেকেও খুঁজে পাচ্ছি না।’

স্থানীয়দের খবরের ভিত্তিতে রাতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শিশুকে অপহরণ করতে এসে দেখে ফেলায় সুমিকে হত্যা করতে পারে দুর্বৃত্তরা। এ সময় তাকে ধর্ষণ করা হতেও পারে।

নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বের করে আইনের আওতায় নেওয়া হবে।

(ওএস/এইচআর/আগস্ট ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test