E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা 

২০২০ ডিসেম্বর ০৩ ১৬:৩৪:০৭
গোবিন্দগঞ্জে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : ‘সোনালী আঁশের সোনার দেশ- মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার সকালে পাটবীজ চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে এ কর্মশালায় বক্তব্য রাখেন।

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাইবান্ধা পাটবীজ অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিজেআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবুল ফজল মোল্লা, রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলাইমান আলী, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ অতিরিক্ত পরিচালক (পিপি) এনামুল হক, গাইবান্ধা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, গাইবান্ধা সদরের পাট উন্নয়ন উপসহকারী কর্মকর্তা জান্নাতুল আফরোজ লুসি, গোবিন্দগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। কর্মশালায় উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ১০০জন পাটচাষী অংশগ্রহণ করে। শেষে উন্নতমানের একটি করে পাটব্যাগ চাষীদের উপহার প্রদান করা হয়।

(এসআরডি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test