E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সম্মেলন 

২০২০ ডিসেম্বর ০৪ ২৩:২৩:৫১
কুষ্টিয়ায় জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সম্মেলন 

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার প্রতিনিধি সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়া শহরস্থ শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জে এল ভৌমিক। প্রদান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে, কার্যনির্বাহী সদস্য স্বপ্না রানী বিশ্বাস, কুষ্টিয়া জজকোর্টের বিজ্ঞ পিপি এ্যাডঃ অনুপ কুমার নন্দী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাডঃ সুধীর কুমার শর্মা।

প্রতিনিধি সম্মেলন পরিচালনা করেন ও প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস। পরিচালনায় সহযোগিতা করেন জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার ও সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়।

বক্তব্য রাখেন দৌলতপুর শাখার সভাপতি দুলাল দেবনাথ, মিরপুর শাখার সভাপতি বিশ্বজিৎ বিশ্বাসসহ সকল উপজেলার নেতৃবৃন্দ।

এ সময় স্বপন কুমার ঘোষ, পলাশ স্যান্নাল, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, বীর মুক্তিযোদ্ধা স্বপন নাগ চৌধুরী, চিত্ত রঞ্জন পাল, সুধাংশু বিশ্বাস, অমল কুন্ডু, গৌতম কান্তি চাকী, নন্দ কিশোর বিশ্বাস, পরেশ রায় নাড়–, এ্যাডঃ শংকর মজুমদার, এ্যাডঃ শীলা বসু (এজিপি), মাধব কর্মকার, কৃৃৃষ্ণ কোমল বিশ্বাস, স্বপন পাড়ই কালা, তুহিন চাকী, নারায়ণ মালাকার, কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, বাবুল দাস, সুখেন রঞ্জন দাস, সীমা রায়, কিশোর কুমার ঘোষ জগত, প্রবীর কর্মকার, অসীম পাল, সাংবাদিক সুজন কুমার কর্মকার, মিহির চক্রবর্তী, মিহির সিংহ রায়, বাবলু কুন্ডু, বাপ্পী বাগচী, পরিতোষ দাসসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালণা করেন সাংস্কৃতিক সম্পাদক রীনা বিশ্বাস।
নতুন সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস।

(পিআর/এসপি/ডিসেম্বর ০৪, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test