E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুর্গাপুরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে মানববন্ধন

২০১৪ আগস্ট ২০ ১৫:৪২:১৪
দুর্গাপুরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সদর ইউনিয়ন সমাজ, বাল্য বিয়ে বন্ধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে দুর্গাপুর পৌরসভা কার্যালয়ের সামনে সকাল ১১ টায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে বুধবার।

দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে রয়েছে স্বাধীন ওয়ার্ড ভিত্তিক পল্লী সমাজ সংগঠন। প্রত্যেক পল্লীসমাজের সভা প্রধান, সম্পাদক, কোষাধ্যকে নিয়ে গঠন করা হয় ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন সমাজ। তাদের লক্ষ্য বাল্য বিয়ে বন্ধ, যৌতুক বিহীন বিয়ে,দ্বন্ধ নিরসন,বিচার সালিশে অংশগ্রহণ, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে নিজেদেরকে স্বাবলম্বী করে আর্থ সামাজিক অবস্থার উন্নতি সাধন করা। বর্তমানে তারা নিজেদের এলাকাকে শতভাগ বাল্য বিয়ে মুক্ত করার প্রয়াসে এই মানবন্ধন এর উদ্দেশ্য।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, কাউন্সিলর মো. রমজান হোসেন, মো. এমরোজ হোসেন, মো. মশিউর রহমান বাদল, মো. শামছুল হক, মাকসুদা শাহী, মোছা. রাশেদা, মোছা. বিউটি, রহিমা বেগম ও সংগঠনের সদস্যবৃন্দ সহ সুশীল সমাজ ও ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ।
(আরকে/এএস/আগস্ট ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test