E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বামীকে ডিভোর্স দেওয়ায় স্ত্রীসহ চারজনকে কুপিয়ে জখম

২০২০ ডিসেম্বর ০৭ ১৭:০৩:৪৯
স্বামীকে ডিভোর্স দেওয়ায় স্ত্রীসহ চারজনকে কুপিয়ে জখম

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের কুচুটী গ্রামে স্বামীকে ডিভোর্স দেওয়ায় রোববার (৬ ডিসেম্বর) রাতে স্ত্রীসহ তার পরিবারের চার জনকে কুপিয়ে আহত করেছে সাবেক স্বামী।  

আহতরা হচ্ছেন- স্ত্রী রিয়া আক্তার(১৯), তার মা রহিমা বেওয়া(৪৭), বড় ভাই রিয়াদুল ইসলাম(২২) ও মামাত বোন অন্তি আক্তার(১৮)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রহিমা বেওয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। রিয়াদুলের অবস্থাও আশঙ্কাজনক।

আহতদের স্বজনরা জানায়, কুচুটী গ্রামের মৃত আব্দুর রশিদ ওরফে কটু মিয়ার মেয়ে আহত রিয়া আক্তারের সাথে কিছুদিন আগে টাঙ্গাইল সদর উপজেলার নাজমুল নামে এক ফল ব্যবসায়ীর বিয়ে হয়। নানা কারণে বনিবনা না হওয়ায় কয়েকদিন আগে তাদের ডিভোর্স হয়। এরপর থেকে নাজমুল তার সাবেক স্ত্রী রিয়া আক্তারকে হত্যার হুমকি দিচ্ছিল।

রবিবার রাতে নাজমুলসহ তিনটি মোটরসাইকেলে ৯ যুবক কুচুটী গ্রামে গিয়ে রিয়া আক্তারদের ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে চারজন গুরুত্বর আহত করে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা জানান, রিয়া আক্তারের সাবে স্বামী নাজমুলের নেতৃত্বে ৮-৯ যুবক ঘরে ঢুকে চারজনকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) সওগাতুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ০৭, ২০২০)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test