E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জীবনরক্ষার সরঞ্জাম নিয়ে সমুদ্রে যাবে স্মার্ট বোট

২০২০ ডিসেম্বর ০৭ ১৮:৩৬:২১
জীবনরক্ষার সরঞ্জাম নিয়ে সমুদ্রে যাবে স্মার্ট বোট

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : জীবনরক্ষার প্রাথমিক সরঞ্জামাদি নিয়ে মাছ শিকারের জন্য নদীতে ভাসানো হয়েছে স্মার্ট বোট নামে সমুদ্রগামী একটি মাছ ধরা ট্রলার। বয়া ও বেতার যন্ত্রসহ জীবনরক্ষার ১০টি সরঞ্জাম নিয়ে এ ট্রলারকে স্মার্ট বোট নামে ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন বাইনচটকি ফেরিঘাটে ওই স্মার্ট বোট (ট্রলার) এর উদ্বোধন করবেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, মৎস্যজীবিদের মাছ ধরার ট্রলারকে জলবায়ু অভিযোজিত করার লক্ষ্যে জীবনরক্ষার সরঞ্জামাদির ব্যবস্থা করা হয়েছে। যার সাহায্যে জেলেরা সমুদ্রে দুর্যোকালিন জরুরি মুহুর্তে বা দুর্যোগ পরবর্তী কয়েকদিন সমুদ্রে জীবন ও জীবিকার জন্য টিকে থাকতে পারবে বলে আশা করা যায়।

লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প, পাথরঘাটা উপজেলা প্রশাসন ও বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্মার্ট বোটে ১০ ধরনের জীবন রক্ষা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। এ গুলো হলো, লাইফ জ্যাকেট, বয়া, পানি নিরোধক ডুয়েল ব্যান্ড রেডিও, হেভি ডিউটির টর্চ লাইট (রাতের উদ্ধারের জন্য), ছোট আয়না (দিনের উদ্ধারের জন্য), হেভি ডিউটির স্ট্রব লাইট (পজিশন সিগন্যালের জন্য), ফার্স্ট এইড কিট, সমুদ্রের লবণাক্ত পানিকে ব্যবহার উপযোগি করার জন্য পোর্টেবল মিনি ওয়াটার ফিল্টার, কম্পাস, সোলার প্যানেল। এ স্কীমের টেকসই নিশ্চিতকরণের জন্য প্রকল্প ব্যয়ে উপকারভোগীদেরও অংশদারিত্ব রয়েছে।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বলেন, স্মার্ট বোটের প্রাথমিক জীবনরক্ষা সরঞ্জামগুলো ব্যবহারের মাধ্যমে নদী বা সাগরে প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণে মৎস্য আহরণ বৃদ্ধি পাবে।

বিষয়টি প্রসঙ্গে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আধুনিক যন্ত্রপাতি সহ জীবনের নিরাপত্তা থাকলে জেলেরা মাছ শিকারে আরো বেশি উদ্বুদ্ধ হবে।উৎসাহ কিংবা মনোবল বৃদ্ধি পাবে। এবং আমরা মাছ বেশি পাব এবং লাভবান হবে।

(এটি/এসপি/ডিসেম্বর ০৭, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test