E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে অবহিতকরণ কর্মশালা

২০২০ ডিসেম্বর ০৮ ১৭:০৭:২৬
পাথরঘাটার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে অবহিতকরণ কর্মশালা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় দরিদ্র ও অতিদরিদ্র মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষে একটি অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসিএমএফপি) শীর্ষক প্রকল্পের উদ্যোগে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টার দিকে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা'র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী সামিউল হক, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, এসডিএফ এর আঞ্চলিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, পাথরঘাটা ক্লাস্টার কর্মকর্তা প্রশান্ত কুমার কুন্ডু, পাথরঘাটা সদর ইউপি সদস্য খলিলুর রহমান ও দুলাল হোসেন প্রমুখ।

কর্মশালায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী সামিউল হক বলেন, স্থানীয় অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীরসহ মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সরকার এ প্রকল্প গ্রহণ করেছে। ইতিমধ্যেই পাথরঘাটা সদর ও চরদুয়ানী ইউনিয়নে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কাজ শুরু করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, পাথরঘাটার জেলেরা প্রজন্ম থেকে প্রজন্ম মৎস্য শিকার করলেও ওই মৎস্যজীবীদের জীবনমানের উন্নয়ন হয়নি। এই প্রকল্পটির মাধ্যমে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ও টেকসই পরিবর্তন হবে বলে তিনি আশা প্রশন করেন।

(এটি/এসপি/ডিসেম্বর ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test