E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধুসেতু পারাপারে গণবিজ্ঞপ্তি 

২০২০ ডিসেম্বর ০৯ ১৭:৩৮:৫৭
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধুসেতু পারাপারে গণবিজ্ঞপ্তি 

টাঙ্গাইল প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধুসেতু পারাপারে যানবাহনের জন্য বুধবার (৯ ডিসেম্বর) এক গণবিজ্ঞপ্তি জারি করেছে বাসেক (বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ)। 

বাসেক প্রচারিত জনসচেতনতামূলক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে বঙ্গবন্ধুসেতু এলাকায় স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রের দৃষ্টিসীমা ৪০মিটারের কম প্রদর্শন করার সাথে সাথে সেতুর উপর দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া কুয়াশার কারণে বঙ্গবন্ধুসেতুর সংযোগ সড়ক দিয়ে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে, ঘণ কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার (৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে মাঝে-মধ্যে বঙ্গবন্ধুসেতুর উপর দিয়ে যানচলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে সেতুর উপরে থাকা গাড়িগুলো আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বাসেক বঙ্গবন্ধুসেতু সাইট অফিস সূত্র জানায়, দুর্ঘটনা এড়াতে ঘণকুয়াশার কারণে মধ্য রাত থেকে মাঝে-মাঝে টোল আদায় বন্ধ রাখা হয়। ফলে বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্ত থেকে মহাসড়কে টাঙ্গাইল সদরের ঘারিন্দা আন্ডারপাস পর্যন্ত ২৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে পরিবহন চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমলে থেমে থেমে যানচলাচল শুরু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান, দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধুসেতুর টোলপ্লাজায় কর্তৃপক্ষ মাঝে-মাঝে টোল আদায় বন্ধ রাখায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও জানান, গত তিনদিন ধরে রাতে ঘন কুয়াশার কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test