E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কুল থেকে খাজা নাজিমুদ্দিনের নাম পরিবর্তনের দাবিতে স্মারকলিপি প্রদান

২০২০ ডিসেম্বর ০৯ ১৯:০০:০০
স্কুল থেকে খাজা নাজিমুদ্দিনের নাম পরিবর্তনের দাবিতে স্মারকলিপি প্রদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘বাংলাদেশ রেলওয়ে নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়’এ তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের নাম পরিবর্তনের দাবীতে বুধবার বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় সদর দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ বিশাল মিছিল নিয়ে পাকশীতে রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে যেয়ে এই স্মারকলিপি প্রদান করে। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাসসহ পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও ৭টি ইউনিয়ন ছাত্রলীগের নেতারা এই মিছিলের নেতৃত্ব দেন।

স্মারকলিপিতে বলা হয় ১৯৫২ সালে তুমুল আন্দোলনের মূখে রক্তখেকো খাজা নাজিমউদ্দিন ১৪৪ ধারা জারী করে। তারই পেটোয়া বাহিনী ভাষার মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে রাজপথ রঞ্জিত করে। রফিক, শফিক, সালাম, বরকত, জাব্বারসহ আরো অনেকেই সেসময় ভাষার জন্য আত্মহুতি দেন। তাই বঙ্গবন্ধুর বাংলায়, বাংলা ভাষার বিরোধিতাকারী রক্তখেকো খাজা নাজিমুদ্দিনের নামে কোন প্রতিষ্ঠান থাকতে পারে না। খাজা নাজিমুদ্দিনের নাম পরিবর্তন করে এলাকার পাঁচ বারের জাতীয় সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা শামসুর রহমান শরীফের নামে ঐ স্কুলের নামকরণের দাবি জাননো হয়।

এব্যাপারে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সাহিদুল ইসলাম জানান, এই স্মারকলিপি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকে সিদ্ধান্ত গ্রহনের পর বাস্তবায়ন হবে।

প্রসঙ্গত: গত মঙ্গলবার বিকেলে তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীনের নামে ঈশ্বরদীতে ‘বাংলাদেশ রেলওয়ে নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়’-এর সাইনবোর্ড থেকে নাজিমুদ্দীনের নাম মুছে দেয় ছাত্রলীগ। এই খবর বুধবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়।

সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, নাম পরিবর্তন দ্রুত কার্যকর না হলে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সাবেক সদস্য সাকিবুর রহমান কনকের নেতৃত্বে ছাত্রলীগ ঈশ্বরদীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test