E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে পলিথিন তৈরির কারখানা সিলগালা, জরিমানা

২০২০ ডিসেম্বর ১০ ১৮:১১:১৮
গাজীপুরে পলিথিন তৈরির কারখানা সিলগালা, জরিমানা

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুর মহানগরের টঙ্গী নিশাত নগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

সাব্বির আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে হেলাল এন্টারপ্রাইজের মালিক হেলালকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও আনুমানিক তিন টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক জনাব মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/ডিসেম্বর ১০, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test