E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় আাবারও দেবে গেল নদীর পাড়ের রাস্তাটি

২০২০ ডিসেম্বর ১১ ১৫:১৭:৫০
কাপাসিয়ায় আাবারও দেবে গেল নদীর পাড়ের রাস্তাটি

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর দাস পাড়ার পাশে কাপাসিয়া শ্রীপুর রাস্তার সেই জায়গাটি আবার ও দেবে গেল। গতকাল বৃহস্পতিবার ভোরে যে কোন এক সময় রাস্তাটি আস্তে আস্তে দেবে যায় বলে স্থানীয়রা জানান। 

রাস্তাটি পুরো ১৮ফিট দেবে গেছে। পুর্ব থেকে পশ্চিম পযর্ন্ত ২৬৫ফুট এবং নদী থেকে (উত্তর) থেকে (দক্ষিন)রাস্তা পযর্ন্ত ৩৮ ফুট জায়গা উচু নিচু ভাবে দেবে যায় নদীর পাড় ঘেষে। এর মধ্যে কিছু অংশ নদীতে গিয়ে মিলে গেছে। এর ফলে কাপাসিয়া শ্রীপুর বোডে সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে। রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে সংস্কার কাজ করা হয় কিন্তু সংস্কারের পর রাস্তাটি ঝুকিপূর্ন থাকায় ঠিকাদার কোম্পানী ওই রাস্তাটুকু পর্যবেক্ষনে রাখা হয়েছিল।

পার্শ্ববর্তী বাড়ির বাবু রতন দাস জানান, গতকাল বৃহস্পাতিবার থেকে একটু একটু করে দেবে যেতে শুরু করে জায়গাটি। তারা বুঝিতেই পেরেছিল হয় তো রাতের মধ্যে জায়গাটি দেবে যেতে পারে পারে, ঠিক তাই হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আজ সকালে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার স্থানীয় সাধারণ মানুষ দেবে যাওয়া জায়গাটি এক নজর দেখার জন্য ভীর লক্ষ করা যায়। কাপাসিয়া উপজেলা ছাড়া ও পার্শবর্তি এলাকার শত শত মানুষ দলবেধে জায়গাটি দেখতে আসে।

এলাকায় স্থানীয় শফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম জানান, এ নিয়ে ৫ বার একই জায়গাটি দেবে যায়। ১৯৬৪ সালে, এরপর ২০০০৩ সালে মার্চ মাসে ২০১৭ সালে, ২০১৯ ও ২০২০ সালে ডিসেম্বর মাসে সর্ব শেষ রাস্তাটি দেবে যায়। ২০০৩ সাথে দেবে যাওয়ার পর বাংলাদেশ ভ-তুত্ত বিভাগের একটি দল, বাংলাদেশ নদী গবেষনা কমিশনের একটি দল ও ভুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসেছিল। এবং পরিক্ষা নিরীক্ষা করা হয়েছিল কিন্তু কি কারনে এমন ঘটনা ঘটনা ঘটছে তা স্পষ্ট হয়নি এলাকার সাধারণ মানুষের মাধ্যে।

ঘটনার পর কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান,কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার মোসা. ইসমত আরা, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান ঘটনাস্থল পরির্দশন করেছেন। উপজেলা নিবার্হী অফিসার জানান, উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা এ বিয়য়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ১১, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test