E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাছ ব্যবসায়ী

২০২০ ডিসেম্বর ১২ ১৮:০৮:১৬
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাছ ব্যবসায়ী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয় মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত মাছ ব্যবসায়ীর নাম রুবেল প্রামাণিক (৪০)। উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল কাবমোড়ের মৃত আহম্মদ প্রামাণিকের একমাত্র ছেলে। শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। আহত ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, নিহত মাছ ব্যবসায়ী রুবেল সহ অন্যরা প্রতিদিন ভোরে মাছ কিনতে নাটোরের বড়াইগ্রাম রাজাপুর যেতেন। শনিবার রাজাপুর থেকে মাছ কিনে টেম্পুযোগে ঈশ্বরদীতে ফেরার পথে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কে মুন্নার মোড় নামক স্থানে পেছন থেকে তুহিন পরিবহন বাস টেম্পুকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যদর্শীরা জানান, বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী রুবেল সহ অন্যরা ছিটকে পড়ে। এ সময় টেম্পুর চালক দিয়াড় বাঘইল গ্রামের মৃত আনছার খাঁর ছেলে আসাদুল ইসলাম (৪৬), মাছ ব্যবসায়ী রুবেল প্রামাণিক (৪০) মাছ ব্যবসায়ী পাকশীর রুপপুরের সেলিম (৪৮) এবং এক শিশু (১২) মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মাছ ব্যবসায়ী রুবেল প্রামাণিকের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, ঘাতক বাসটিকে নাটোর থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আহত ৩ জন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১২, ২০২০)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test