E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় করোনা প্রতিরোধে বিএনসিসির সচেতনতামূলক র‌্যালি

২০২০ ডিসেম্বর ১৪ ২২:৫৭:৩৭
সাতক্ষীরায় করোনা প্রতিরোধে বিএনসিসির সচেতনতামূলক র‌্যালি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় কোভিড ১৯ প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি, মাস্ক ও লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২১ বিএনসিসি ব্যাটেলিয়ন সুন্দরবন রেজিমেন্ট খুলনার আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সোমবার সকাল ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। পরে সেখান থেকে জনসচেতনতার লক্ষ্যে সেখান থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ আবারও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সুন্দরবন রেজিমেন্ট শিরোমনি খুলনার রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দিন, ২১ বি এন সি সি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্ট খুলনার ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন মো এছাহক আলী, সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা এ সময় বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, দেশের দূর্যোগকালীন সময়ে সশস্ত্রবাহিনী দেশের মানুষের পাশে দাড়িয়ে দেশকে এগিয়ে নিতে অপরিসীম ভুমিকা পালন করে আসছে।

(আরকে/এসপি/ডিসেম্বর ১৪, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test