E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন

২০২০ ডিসেম্বর ১৫ ২২:৪১:২৭
ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও ভোমরা স্থলবন্দর সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় ভোমরা স্থলবন্দর প্রাঙ্গণে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে.এম তারিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান, বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব কবির খান, ভোমরা শুল্কষ্টেশনের সহকারি কমিশনার আমীর মাহমুদ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এইচ.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন ভোমরা স্থলবন্দর উপপরিচালক মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ভোমরা স্থলবন্দর বন্দরের শ্রমিকরাই বন্দরের প্রাণ। বন্দরের ভাল মন্দসহ সকল বিষয়ে শ্রমিকদের সহযোগিতা থাকতে হবে। তিনি আরো বলেন, ভোমরা স্থলবন্দরের সকল সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ সময় ভোমরা বন্দরের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

(আরকে/এসপি/ডিসেম্বর ১৫, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test