E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে মহান বিজয় দিবস পালিত

২০২০ ডিসেম্বর ১৬ ১৪:৫৪:০৫
রাজারহাটে মহান বিজয় দিবস পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর বুধবার দিবসটির প্রথম প্রহর সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, থানা পুলিশ বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিএনপি, জাতীয় পার্টি, সরকারি এম. আই কলেজ, প্রেসক্লাব রাজারহাট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, আনসার ভিডিপি, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, দলিল লেখক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর শহীদদের প্রতি ১ মিনিট শ্রদ্ধা নিবেদন-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: রাজু সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুনুর মোঃ আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা রজব আলী, মন্টু কার্জ্জী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

এদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে ঠাঁটমারী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিভিন্ন অফিস. শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

(পিএস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test