E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২ ইউনিয়নের ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা

শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন

২০১৪ আগস্ট ২১ ১০:৪৬:৩৭
শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর পূর্ব দুর্গাবটি এলাকার ২৫০ ফুট বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে দু’টি ইউনিয়নের  ২৫০ একর চিংড়ি ঘের, ৭৫০ একর ধানের খেত প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জানান, সোমবার ভোরে পূর্ব দুর্গাবাটি আব্দুল হাকিমের মাছের ঘেরের পার্শ্ববর্তী খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের ১০০ ফুট জায়গায় ভাঙন দেখা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবহিত করা হয়। সোমবার বিকেল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করা হলেও বাতাস জোয়ারের তীব্রতার কারণে ভাঙন বাড়তে বাড়তে ২৫০ ফুটে বিস্তৃত হয়। আরো ৫০০ ফুট জায়গা জুড়ে ফাটল দেখা দেয়। দেড় শতাধিক গ্রামবাসিকে নিয়ে স্বেচ্ছশ্রমের ভিত্তিতে বুধবার রাত সাড়ে সাতটা পর্যন্ত বাঁশ ও বস্তায় মাটি ভরে ভাঙন বন্ধের কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো জানান, রাতের মধ্যে ভাঙন কবলিত বাঁধ সংস্কার করা না গেলে ওই এলাকা দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে বুড়িগোয়ালিনি ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি, পশ্চিম দুর্গাবাটি, পোড়াকাটলা, দাতিনাখালি, ভামিয়া, মাদিয়া, আড়পাঙাশিয়া, বুড়িগোলিনি, আটুলিয়া ইউনিয়নের বয়ারসিং, ছোট কুপট, বড়কুপট, তালবাড়িয়া ও আটুলিয়া গ্রাম প্লাবিত হতে পারে। এতে ওই ১২টি গ্রামের ২৫০ একর মাছের ঘের ও ৭৫০ একর ফসলের খেত প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হবে লক্ষাধিক মানুষ ও কয়েক হাজার গবাদি পশু।

তিনি অভিযোগ করে বলেন, পূর্ব দুর্গাবাটির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দেওয়ার পর থেকে এ পর্যন্ত তিন দিনে তিনি সাংসদ এসএম জগলুল হায়দার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তবিবুর রহমান, জেলা প্রশাসক নাজমুল আহসানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধির কাছে সংস্কার সহযোগিতার জন্য ধর্ণা দিয়েছেন। এ পর্যন্ত কেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। ফলে আশঙ্কাজনক দু’ হাজার ফুট বেড়িবাঁধ ভেঙে গেলেও তাদের কিছু করার থাকবে না। তিনি এলাকাবাসির স্বার্থে বিষয়টি অবিলম্বে উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপসহকারি প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানান, শ্যামনগর সেকশান অফিসার নিখিল চন্দ্র দত্তকে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জরুরী ভিত্তিতে কাজ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে পরামর্শ দেওয়া হয়েছে।

শ্যামনগর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জালালউদ্দিন জানান, বিষয়টি জরুরী ভিত্তিতে গুরুত্ব দেওয়ার জন্য আগামিকাল বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসকের কাছে চিঠি পৌছে দেওয়া হবে।

(আরকে/এইচআর/আগস্ট ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test