E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গাজীপুরে বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

২০২০ ডিসেম্বর ১৯ ১৬:০১:৩৪
গাজীপুরে বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ব্যক্তি মালিকানা জমি বন বিভাগের নামে গেজেট ভুক্ত হওয়ায় বন কর্মকর্তারা বিভিন্নভাবে স্থানীয়দের নানাভাবে মিথ্যা মামলা ও  হয়রানীর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ কর্মসুচী পালন করে এলাকাবাসী ।  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নের সহস্রাধিক লোক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন, কর্মসুচীর আহবায়ক শওকত ওসমানসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও অংশ নেয় । মুক্তিযুদ্ধা শিক্ষকসহ নানা পেশার লোকের নামে দেয়া মিথ্যা মামলা বাতিল, অসাধু বন কর্মকর্তাদের প্রত্যাহার ও বিভাগের গেজেট বাতিলের দাবিতে স্থানীয় জনতা এসব কর্মসূচি পালন করে। এসময় কিছুসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা । এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় । পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

(এস/এসপি/ডিসেম্বর ১৯, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test