E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 দুই ডেপুটি এটর্ণি জেনারেলকে ফুলে ফুলে সিক্ত করলেন কুমারখালি গ্রামবাসী 

২০২০ ডিসেম্বর ১৯ ২৩:৩৩:২২
 দুই ডেপুটি এটর্ণি জেনারেলকে ফুলে ফুলে সিক্ত করলেন কুমারখালি গ্রামবাসী 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের গুতিয়াখালি নদীর তীরে অবস্থিত কুমারখালি গ্রাম। কালের আবর্তনে গুতিয়াখালি নদী এখন খালে পরিণত হয়েছে। নদীর দক্ষিণ পাশে বেড়িবাঁধের পাশে কুমারখালি রাখাল স্মৃতি সাংসদ। পাশেই রয়েছে কুমারখালি হরি মন্দির। কুমারখালি গ্রামে বসবাসকারি গ্রামের তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ভূপেন্দ্রনাথ মণ্ডলের ছেলে অ্যাড. সত্যরঞ্জন মণ্ডল দীর্ঘদিন সুপ্রিম কোর্টের এপিলেড ডিভিশনের আইনজীবী হিসেবে কাজ করছেন। সেই সুবাদে সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্ণি জেনারেল সুজিত চ্যাটার্জী ও ডেপুটি এটর্ণি জেনারেল সিরাজুল ইসলাম শনিবার দুপুরে অ্যাড. সত্যরঞ্জন মণ্ডলের বাড়িতে নিমন্ত্রণে জান।

কুমারখালি গ্রামের কয়েক’শ হিন্দু নারী, পুরুষ ও শিশু তাদেরকে ফুল ছিটিয়ে ও উলুধ্বনি দিয়ে শুভেচ্ছা জানান। সুপ্রিম কোর্টের দু’ সরকারি আইন কর্মকর্তাকে পেয়ে তারা খুব খুশী। গ্রামবাসি তাদেরকে আবারো এ গ্রামে আসার আহবান জানান। তারা দুপুরে খাওয়া শেষে পার্শ্ববর্তী হরি মন্দির ও কুমারখালি রাখাল স্মৃতি সংসদ ঘুরে দেখেন।

কুমারখালি গ্রাম ছাড়ার আগে সুজিত চ্যাটার্জি ও সিরাজুল ইসলাম সিরাজ গ্রামবাসিদের উদ্দেশ্যে বলেন,“ গ্রামের মানুষরাই প্রকৃত ভালবাসতে জানে তার আবারো প্রমাণ পেলাম। এতটা ভালবাসা পাব তা কখনো ভাবেনি। আগামিতে সূযোগ পেলে অবশ্যই এ গ্রামে আসবো। একই সাথে আমরা ২০০২ সালের ৩০ আগষ্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রি শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।” এ সময় তাদের সঙ্গে ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ।
পরে তারা ভোমরা বন্দর পরিদর্শণ শেষে সাতক্ষীরা সার্কিট হাউজে ফিরে আসেন।

প্রসঙ্গত, রবিবার শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাক্ষী উপস্থাপনকালে রাষ্টপক্ষকে সহায়তা করতে বৃহষ্পতিবার সাতক্ষীরায় এসেছেন অতিরিক্ত এটর্ণি জেনারেল এসএম মুনীর, ডেপুটি এটর্ণি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি এটর্ণি জেনারেল সিরাজুল ইসলাম ও সহকারি এটর্ণি জেনারেল শাহীন মৃধা।

(আরকে/এসপি/ডিসেম্বর ১৯, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test