E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা মহামারির চেয়েও ভয়ঙ্কর নারী ও শিশুদের উপর যৌন সহিংসতা

২০২০ ডিসেম্বর ২১ ১৬:৪২:৪২
করোনা মহামারির চেয়েও ভয়ঙ্কর নারী ও শিশুদের উপর যৌন সহিংসতা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : “নারী নির্যাতনের সাম্প্রতিক পরিস্থিতিঃ প্রেক্ষিত দিনাজপুর” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে।

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আজ সোমবার দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর সার্বিক সহযোগিতায় এবং ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা’র আয়োজন অনুষ্ঠানে পল্লীশ্রীর নির্বাহী প্রধান শামিম আরা বেগম এর সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে মূখ্য আলোচক ছিলেন,আমরাই পারি জোট এর কো-চেয়ারপার্সন এম বি আকতার নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক, আমরাই পারি জোট এর দিনাজপুরের সভাপ্রধান সন্ধ্যারাণী বাগচী, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নেটজ্ বাংলাদেশের প্রতিনিধি আফসানা বিনতে আমিন। সংবাদ সম্মেলনের মূল প্রতিবেদন পাঠ করেন শামসুন নাহার।

ঢাকা থেকে আগত ডিবিসি নিউজ’র সাংবাদিক- ইশরাত জাহান উর্মি, নিউ এইজ এর রাশাদ আহামাদ, বাংলা ট্রিবউিনের সাদ্দিফ অভি, সমকালের স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুল, চ্যানেল একাত্তর টিভির- নাদিয়া শারমিন পার্বতীপুরে ধর্ষিত শিশু পূজার কেস ও পরিস্থিতি পর্যবেক্ষন করে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বিগত ৬ ডিসেম্বর ২০২০ তারিখে বিচারপতি এম ইনায়েতুর রহিম এর আদালতে পূজার মামলার বিচার আগামী ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে শেষ করতে দিনাজপুর নারী ও শিশু ট্রাইবুনালকে আদেশ দেন এবং হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

প্রসঙ্গতঃ ৫ বছরের শিশু পূজার ধর্ষন মামলাটি প্রায় ৪ বছর ধরেও শেষ হচ্ছেনা। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী. ডিবিসির জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ,বৈশাখী টিভির প্রতিনিধি একরাম হোসেন তালুকদার, দৈনিক উত্তরবঙ্গ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু ও আমরাই পারি দিনাজপুর জোটের সহসভাপতি অ্যাড. মেহেরুল ইসলাম দিনাজপুরের বর্তমান নারী নির্যাতনের বন্ধে কিছু সুপারিশ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে দিনাজপুরের আরো কিছু চাঞ্চল্যকর ও অপ্রকাশিত নারী নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পদার্পন করলেও এদেশের নারী ঘরে-বাহিরে সকল সম্পর্কে, সকল বয়সে, শ্রেণি-বর্ণ-ধর্ম, নির্বিশেষে নির্যাতনের শিকার হচ্ছে। আমরা কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়ঙ্কর, নিষ্ঠুর ও বর্বর মহামারী নারী ও শিশুদের উপর যৌন সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছি।

বিগত কয়েক বছর ধরে ও যৌন সহিংসতার মাত্রা ক্রমাগত বেড়েই চলছে। নির্যাতনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে, অধিকাংশ ক্ষেত্রেই নারীর প্রতি নৃসংসতার ঘটনার সুষ্ঠ তদন্ত করা সম্ভব হয়নি। আমরা প্রত্যাশা করি, গণমাধমের সহযোদ্ধাগণ দিনাজপুর জেলাসহ দেশ ব্যাপী ধর্ষন ও সকল প্রকার নারী নির্যাতনের সংবাদকে অগ্রাধিকার দিয়ে বস্তুনিষ্ঠ ভাবে উপস্থাপন করে সুবিচার প্রাপ্তির পথকে তরান্বিত করবেন।

(এস/এসপি/ডিসেম্বর ২১, ২০২০)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test