E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৫টি মিল একযোগে চালানোসহ ৬ দফা দাবি আখ চাষিদের 

২০২০ ডিসেম্বর ২২ ১৫:১১:০৮
১৫টি মিল একযোগে চালানোসহ ৬ দফা দাবি আখ চাষিদের 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বন্ধ ঘোষিত পাবনা চিনিকলসহ ১৫টি চিনিকল একযোগে চালানোসহ ৬ দফা দাবিতে মঙ্গলবার ঈশ্বরদীর কালিকাপুরে মিল গেটে আখচাষিদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে আখচাষীরা মিলগেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

পাবনা চিনিকল আখচাষি সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে বন্ধ ৬টি মিলের আখ অন্য মিলে সরবরাহ না করা, নগদ মূল্যে আখ ক্রয়, ৬টি চিনিকল বন্ধ না রেখে ১৫টি মিল একযোগে চালানোসহ মিলের আধুনিকায়ন, বিগত মৌসুমের আখের টাকা ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও মাথাভারী প্রশাসন কাটছাঁট। সমাবেশে সভাপতিত্ব করেন আখচাষী ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা।

দাবির সাথে সংহতে প্রকাশ করে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রশীদুল্লাহ, কৃষক লীগের নেতা ফজলুর রহমান মালিথা, পাবনা জেলা পরিষদ সদস্য সাইফুল আলম বাবু মন্ডল, আখচাষী সমিতির নেতা মুরাদ মালিথা, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিমহোসেন, আখচাষী নেতা ইদ্রিস মন্ডল, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সাজেদুল করিম শাহীন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আনসার আলী ডিলু।

সমাবেশে পাবনা জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, সলিমপুর ইউপি'র চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার প্রমূখসহ সহস্রাধিক কৃষক ও শ্রমিক উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২২, ২০২০)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test