E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীর মন্দির কমিটির পক্ষ থেকে নৌকার মেয়র প্রার্থীকে অভিনন্দন 

২০২০ ডিসেম্বর ২৪ ২৩:৩৩:৪২
ঈশ্বরদীর মন্দির কমিটির পক্ষ থেকে নৌকার মেয়র প্রার্থীকে অভিনন্দন 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আসন্ন ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথাকে পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে কলেজ রোডে ইছাহক মালিথার বাড়িতে তাঁকে ফুলেল নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রার্থী ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী মৌবাড়ি দুর্গা মন্দির ও ঠাকুরবাড়ি সত্য নারায়ন বিগ্রহ মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ঈশ্বরদী উপজেলা সভাপতি সুনিল কুমার চক্রবর্তি শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ইছাহক মালিথা বলেন, অসাম্প্রদায়িক চেতনার বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ আমরা সকলেই এক বাঙালি জাতি। এই বাংলায় আমরা সকল বাঙালি জাতি একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে একসাথে পথ চলে সকলের সহযোগিতায় ঈশ্বরদী পৌরসভাকে মডেল পৌরসভায় রূপদান করবো। নির্বাচিত হয়ে মসজিদ, মন্দির, গোরস্তান, শ্মশান সমানভাবে উন্নয়নসহ সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সভাপতি বাবু দিলিপ কুমার সরাফ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র সরকার, কর্মকারপাড়া মাতৃ মন্দিরের সভাপতি রমেন্দ্র নাথ কর্মকার বেল্টু, সহ-সভাপতি স্বপন কর্মকার, সাধারণ সম্পাদক মাধব চন্দ্র পাল, পিয়ারাখালি হরেকৃষ্ণ সম্প্রদায়ের মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা নিলু রঞ্জন সরকার, সভাপতি বিকাশ কুন্ডু, সাধারণ সম্পাদক দিপু কুমার রায়, বাবু পান্ডে, বীরেন্দ্রনাথ দাস, কলেজ রোডের উত্তম বরাসিয়া, স্কুলপাড়ার সুবাস চন্দ্র পাল, জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক মিলন কর্মকার, কার্তিক কর্মকার, বাসুদেব কর্মকার, নারায়ন কর্মকার গুঠু, সঞ্জিত কর্মকার, দাশুড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বিকাশ রায়, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুজন রায়, দাশুড়িয়া মন্দির কমিটির রতন কুমার সাহা, কর্মকারপাড়ার ডাবলু বিশ্বাস, কার্তিক কুন্ডু বুড়া, নুরমহল্লার অমল সূত্রধর, সুশান্ত কর্মকার, সোনা কর্মকার, অপূ কুমার, ছাত্রলীগ নেতা হ্যাপি গুপ্তাসহ অর্ধশতাধিক হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রমিকলীগ নেতা আব্দুর রহিম, পৌর পুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test