E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কোটি টাকার রাস্তা নির্মাণের শুরুতেই চরম অনিয়মের অভিযোগ

২০২০ ডিসেম্বর ২৫ ২৩:০৩:৩৯
কোটি টাকার রাস্তা নির্মাণের শুরুতেই চরম অনিয়মের অভিযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা-নেহালপুর-তেতুলডাঙ্গা দক্ষিণমাথা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজে অবৈধভাবে ভুগর্ভস্থ বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। অবিলম্বে এ বালি উত্তোলন বন্ধ করা না গেলে রাস্তাসহ বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। 

ধুলিহর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য তপন কুমার সরকার জানান, ধুলিহর ইউনিয়নের তেঁতুলডাঙ্গা দক্ষিণমাথা হতে নেহালপুর সাইফুলের নার্সিং পয়েন্ট পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তায় ইটের সোলিং কাজের জন্য এক কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সোলিংয়ের পূর্বে রাস্তায় ৮ ইঞ্চি পুরু ফিলিং বালি ভরাটের জন্য প্রতি ফুট ১১ টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব কুমার গাইন রাস্তার একেবারে পাশ হতেই ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ভূগর্ভ হতে বালু উত্তোলন করে ভরাট করছেন। এতে করে ভবিষ্যতে রাস্তাসহ আশে পাশের বাড়িঘর মারাত্মক হুমকির মুখে পড়বে। এছাড়া ওই বালি ভরাটের জন্য জনৈক আব্দুল্লাহ‘র কাছ থেকে মাত্র সাড়ে ৪ টাকা ফুট হিসেবে বালু নিচ্ছেন মেম্বর বিপ্লব গাইন।

এদিকে, রাস্তায় বালি-পানি একত্রে ভরাটের পর ওই রাস্তাদিয়ে চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। বালি-পানি ভরাটের কারণে অত্র অঞ্চলের প্রায় পাঁচটি গ্রামের মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে কাজটির ঠিকাদার ইলিয়াস আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তারা রাস্তার ধার থেকে সরিয়ে অনেক দূরে মেশিন দিয়ে কাজ করছেন। এছাড়া ১১ টাকা ফুট হলেও আমাদের ভ্যাটসহ অন্যান্য খরচ রয়েছে। তবে সেখান থেকে বালি উত্তোলনের প্রায় ৮ টাকা খরচ হচ্ছে বলে তিনি দাবি করেন।

ধুলিহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর বিপ্লব কুমার গাইনের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার না করেই সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

আশাশুনি উপজেলা প্রকৌশলী জাহানারা বলেন, বিষয়টি তার জানা ছিলো না। খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test