E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘এক সময় বাংলাদেশে ফুটবলের জাগরণ ঘটবে’ 

২০২০ ডিসেম্বর ২৬ ২২:৪৭:৫৮
‘এক সময় বাংলাদেশে ফুটবলের জাগরণ ঘটবে’ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এক সময় বাংলাদেশে ফুটবলের জাগরণ ঘটবে উল্লেখ করে খুলনা রেঞ্জ উপমহাপুলিশ পরিদর্শক  ড.খন্দকার মহিদ উদ্দীন বলেছেন, শরীর গঠণে খেলাধুলার বিকল্প নেই। জাতীয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলে সাতক্ষীরার অনেক সুনাম রয়েছে। তবে কয়েক বছর আগে একটি মৌলবাদি গোষ্ঠী নাশকতার নামে সাতক্ষীরার বদনাম করিয়েছে। ওই ধরণের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আইনের পাশাপাশি সামাজিক আন্দোলন ও ধমীয় অনুভূতির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। একজন মাদকসেবী ও তার পরিবার  কখনই ভাল থাকতে পারে না। আগামীর সুন্দর সমাজ গড়তে মাদক নির্মূল করার বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে মাদক নির্মুলে কাজ  করতে হবে। 

তিনি শনিবার বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা সরকারি কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মাদক বিরোধী র‌্যালী ও লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল সহ অসংখ্য উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে।

আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ। আর সে জন্য নতুন প্রজন্মকে এই সুন্দর বাংলাদেশ উপহার দিতে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হবে। সবশেষে তিনি স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরা ও গাড়ি চালাতে প্রয়োজনীয় কাগিজপত্র সঙ্গে রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিরক্তব্যৗ দেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ওয়ান ব্যাংকের কর্মকর্তা ও খেলার আয়োজক মাজহারুল আনোয়ার ও আমজাদ হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় গোপালগঞ্জ ফ্রেন্ডস ক্লাব একাদশ ও শ্যামনগরের ঈশ্বরীপুর মহামেডান ক্লাব। নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় ট্র্ইা ব্রেকারে ৫-৪ গোলে গোপালগঞ্জ ফ্রেণ্ডস ক্লাব শ্যামনগরের ঈশ্বরীপুর মহামেডান ক্লাবকে পরাজিত করে। ম্যান অব দা মাচ হন গোপালগঞ্জের গোলকিপার শামীম ।

ম্যাচ পরিচালন করেন ফিফা রেফরি ইকবাল আলম বাবলু। তাকে সহযোগিতা করেন দীলিপ কুমার ঘোষ ও মিজানুর রহমান। খেলার আয়োজক ছিলেন সখিপুর উদয়ন সংঘ ও সখীপুর মিতালী সংঘ।

আট দলীয় ফুটবল টুর্ণামেন্টে পরবর্তী খেলা আগামি ২৯ ডিসেম্বর কালিগঞ্জের কুশুলিয়া কসমস ক্লাব ও দেবহাটার ভাতসালা একাদশ অংশ গ্রহণ করবে।

সন্ধ্যায় উপমহাপুলিশ পরিদর্শক দেবহাটা থানা পরিদর্শন শেষে নলতায় পীরকেবলা খানবাহাদুর আহছানউল্লাহ (র:) এর পবিত্র মাজার জিয়ারত করেন। এরপর তিনি খুলনার উদ্দেশ্যে রওনা দেন ।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৬, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test