E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কাপাসিয়ায় বন্ধু ’৯২ এর বার্ষিক মিলনমেলা

২০২০ ডিসেম্বর ২৭ ১৩:৩৬:১৬
কাপাসিয়ায় বন্ধু ’৯২ এর বার্ষিক মিলনমেলা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস শিক্ষার্থীদের মিলনমেলা গত শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মভিটা কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের দরদরিয়ায় এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বন্ধু ’৯২ ও তাদের পরিবারের সদস্যরা আনন্দঘন পরিবেশে দিনটি অতিবাহিত করেন।

আয়োজকরা জানান, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বন্ধু ’৯২ এর ১২০ জন প্রাক্তন শিক্ষার্থীর পরিবারের ২৭০ জন সদস্যের অংশগ্রহণে দিনব্যাপী বিনোদনমূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করা হয়। বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের বাড়ির আঙ্গিনায় বন্ধুদের পরিবারের সদস্যদের পরিচয় পর্ব, বিভিন্ন ধরণের খেলাধুলা, স্মৃতিচারণ, ফটোসেশন, লাকি কুপনসহ নানা উপভোগ্য পর্বের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখা হয়। আগামী দিনগুলোতেও একইভাবে বন্ধু ’৯২ এর অটুট বন্ধন দৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

(এস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test