E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ৯ ইটভাটা মালিককে ৫০ লাখ টাকা জরিমানা

২০২০ ডিসেম্বর ২৭ ২২:৪২:৫০
টাঙ্গাইলে ৯ ইটভাটা মালিককে ৫০ লাখ টাকা জরিমানা

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কার্যালয়ের অনুমোদন না থাকায় টাঙ্গাইলে ৯টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ৬ টি ইটভাটার চুল্লি ভেঙ্গে ফেলা হয়েছে।

রবিবার দিনব্যাপী তিন উপজেলায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা ও চুল্লি ভেঙ্গে ফেলা হয়। এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর কারণে ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার ৯টি ইটভাটা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সাথে ৬ টি ইটভাটার চুল্লি ভেঙ্গে ফেলা হয়েছে। এর মধ্যে ঘাটাইলের মিশাল ব্রিকস মালিককে ২ লাখ, স্বর্ণা ব্রিকস ২ লাখ, সুজন ব্রিকস ও সিয়াম ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে, কালিহাতী উপজেলার স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে এবং ভূঞাপুর উপজেলার কবির ব্রিকস, এসটিআর ব্রিকস,আঁখি ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ২৭, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test