E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩৫০এমপির ২২৬ জনই কোটিপতি: সুজন

২০১৪ এপ্রিল ২০ ১৪:০২:৫৫
৩৫০এমপির ২২৬ জনই কোটিপতি: সুজন

স্টাফ রিপোর্টার : গত পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ৩৫০ জন এমপির মধ্যে ২২৬ জনই কোটিপতি। শতকরা হিসাবে এই সংখ্যা ৬৪ দশমিক ৫৭ ভাগ।শতাংশ সাংসদের কোটি টাকার উপরে সম্পত্তি রয়েছে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এ তথ্য তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

দশম জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যগণের তথ্য উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়ে।

সুজনের পক্ষ থেকে বলা হয়- ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ২৭৩ জন সাংসদের মধ্যে ১৯৪ জন সাংসদ বা ৭১ দশমিক ০৬ শতাংশ সাংসদই কোটিপতি।

বিরোধী দল জাতীয় পার্টির ৪০ জন সাংসদের মধ্যে ১৮ জন বা ৪৫ শতাংশ এমন সাংসদ রয়েছেন যাদের মোট সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি। ‘কোটিপতি’ সাংসদ রয়েছে বাংলাদেশ ওয়াকার্স পার্টিরও। সুজন বলছে- এ দলটির ৭ জন সাংসদের ১ জনের সম্পত্তি এক কোটি টাকার বেশি।

জাতীয় সমাজতান্ত্রিক দলেও (জাসদ) রয়েছেন একজন ‘কোটিপতি’ সাংসদ। দশম জাতীয় সংসদে এ দলের রয়েছেন ছয়জন সংসদ সদস্য।
সুজনের হিসেবে কোটিপতি সাংসদের তালিকায় এগিয়ে রয়েছে তরিকত ফেডারেশন। এ দলের শত ভাগ সাংসদই ‘কোটিপতি’। এ দলের সাংসদের সংখ্যা দুই।

এছাড়া জাতীয় পার্টির (জেপি) ৫০ শতাংশ ও ১৬ জন স্বতন্ত্র সাংসদের আট জন ‘কোটিপতি’ বলে দাবি করেছে সুজন।

(ওএস/এটি/এপ্রিল ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test