E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অপরাধী যেই হোক না কেন কোন ছাড় নেই’

২০২১ জানুয়ারি ০১ ১৫:৪৭:০০
‘অপরাধী যেই হোক না কেন কোন ছাড় নেই’

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে সদ্য যোগদানকারী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, অপরাধী যেই হোক না কেন তার কোন ছাড় নেই। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদক বড় একটি সমস্যা। মাদকের ব্যাপারেও কোন ছাড় দেওয়া হবেনা। যাকে যে অবস্থায় পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজবাড়ী সদর, গোয়ালন্দসহ প্রতিটি উপজেলার মাদকসহ সব বিষয়ে নজরদারি থাকবে পুলিশের।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যে গুরু দায়িত্ব নিয়েছি তা নিষ্ঠার সাথে পালন করতে সর্বতোভাবে চেষ্টা করবো আইনের প্রতি সবার মান্যতা রক্ষায় সবাই একসাথে কাজ করবো। আশা করি, আইনশৃঙ্খলার দিক দিয়ে একটি সুন্দর জেলা হিসেবে রাজবাড়ী পরিচিতি পাবে। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা সফল হবো।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন। তারা যেন সন্ধ্যার পরে বাইরে যেন না থাকে। তারা কোথায় কী করছে তার খোঁজ খবর রাখুন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে য্টো করা প্রয়োজন সেটাই করা হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য করেশাকিলুজ্জামান বলেন, আমার পরিকল্পনায় থাকবে-আপনাদেরকে সাথে নিয়ে পুলিশের কার্যক্রমকে আরও ছড়িয়ে দেওয়া। পেশাগত দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিক ও পুলিশ উভয় পরস্পর পরস্পরকে সহযোগিতা করলে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

সাধারণ মানুষ যেন ন্যায় বিচার পায় সে ব্যাপারে তিনি সব সময় সচেষ্ট থাকবেন উল্লেখ করে বলেন, একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা। আমরা সে চেষ্টা করে যাবো।

সভায় অন্যদের মাঝে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

(একে/এসপি/জানুয়ারি ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test