E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতদিয়া ফেরি ঘাটে ভিআইপি প্রথা চালু হবে না : পুলিশ সুপার শাকিলুজ্জামান

২০২১ জানুয়ারি ০১ ১৫:৪৯:৫৭
দৌলতদিয়া ফেরি ঘাটে ভিআইপি প্রথা চালু হবে না : পুলিশ সুপার শাকিলুজ্জামান

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : ‘বাংলাদেশের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হলো রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। এখানে সবার অধিকার সমান এখানে কোন ভিআইপি প্রথা চালু হবে না। ভিআইপি’র নামে বিভিন্ন ধরনের পরিবহন সিরিয়াল ভঙ্গ করে আগে পার হওয়ার রীতি চালু করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তহাতে নিয়ন্ত্রণ করা হবে। কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।’

গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দেন নবাগত পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

সকাল এগারটায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত নবাগত পুলিশ সুপার জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিআইও-১ সাইদুর রহমান, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার সহ প্রিন্ট ইলেকটনিক্র মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পরদিন পুলিশ সদস্যদের নিয়ে এবং তার পরদিন সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করেন।

এ সময় নবাগত পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ কর্মীদের ভাবনা এবং জিজ্ঞাসা জানতে চাইলে সংবাদ কর্মীদের প্রশ্নের জব্বাবে পুলিশ সুপার বলেন, সদ্য বিদায়ী পুলিশ সুপার যে কাজটি করে গেছেন তা নিশ্চয় দৃষ্টান্ত। দেশ ও জাতির স্বার্থে সকল ধরনের অন্যায়কে শক্তহাতে প্রতিহত করা হবে।

জেলার মাদক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাদকের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না। যেখানে এ ধরনের কথা শুনবেন, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। ইংরেজী নতুন বছরকে বরণ করে নিতে থার্টি ফাস্ট উদযাপনের নামে কোন প্রকার উচ্ছৃঙ্খলাপনা করতে দেওয়া হবে না। এ জন্য সবার আগে নিজের পরিবারের সন্তাানদের সামাল দিতে হবে। আপনি আপনার জায়গা থেকে পরিবার ঠিক রাখলে বাকি সব ঠিক হয়ে যাবে। থার্টি ফাস্ট উদযাপনের জন্য সন্ধ্যার কেউ বাইরে কোন প্রকার উচ্ছৃঙ্খলাপনা করলে শক্ত হাতে তা দমন করা হবে বলেও তিনি জানান। তিনি আরো জানান, কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দিয়া যাবে না।

(একে/এসপি/জানুয়ারি ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test