E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটাগামী বিকল্প সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ

২০১৪ আগস্ট ২১ ২৩:৩৯:২২
কুয়াকাটাগামী বিকল্প সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের বাবলাতলা বাজার সংলগ্ন অনন্তপাড়াগামী সড়কের প্রায় পাঁচ ফুট মূলসড়ক ভেঙ্গে পড়েছে। মূল সড়কের কালভার্টের স্লাবসহ রাস্তা ভেঙ্গে পড়ায় চরম ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, টমটম চলাচল করলেও ভারি যান চলাচল বন্ধ হয়ে গেছে। গত এক সপ্তাহ আগে সড়কটি ভেঙ্গে গেলেও এখনও রাস্তা সংস্কারের উদ্যেগ না নেয়ায় শতশত ব্যবসায়ী ও কুয়াকাটাগামী পর্যটকরা বিপাকে পড়েছে।

সরেজমিনে দেখাযায়, সড়কের নিচ থেকে পানি নিস্কাশনের জন্য নির্মিত কালভার্টের স্লাবসহ রাস্তা গত এক সপ্তাহ আগে ভেঙ্গে পড়ে। এ সড়ক পথে বাবলাতলা বাজার, চাপলী বাজার, বালিয়াতলীবাজার, ঢোশ ও গঙ্গামতি এলাকার ব্যবসায়ীদের মালামাল পরিবহন করা হয়। কিন্তু সড়ক ভেঙ্গে যাওয়ায় এ সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

বাবলাতলা বাজারের ব্যবসায়ী রিপন চক্রবর্তী জানান, এ সড়ক পথে প্রতিদিন অন্তত ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চলাচল করে। কিন্তু রাস্তা ভেঙ্গে পড়ায় প্রতিদিনই দূর্ঘটনা ঘটছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন রাতে এ সড়কে দূর্ঘটনা ঘটে। গত এক সপ্তাহে অন্তত ৪০ জন আহত হয়েছে। একাধিক যাত্রীবাহী টমটম, টেম্পো ও মোটরসাইকেল দূর্ঘটনার কবলে পড়েছে।

ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামান হোসেন জানান,বর্তমানে যে অবস্থা তাতে যেকোন সময় কুয়াকাটার সাথে বিকল্প পথে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী প্রনব কুমার জানান, আগামী সপ্তাহে এ সড়কটির মেরামতের কাজ শুরু হবে। ইতিমধ্যে মন্ত্রনালয়ে এ ব্যাপারে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

(এমকেআর/অ/আগস্ট ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test