E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

২০২১ জানুয়ারি ০৩ ১৬:১৯:০২
ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়াকে নতুন ইউনিয়ন ঘোষণা করায় গত শনিবার বিকেলে স্থানীয় খারুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খেলা দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ে ২২ নম্বর নতুন সেনুয়া ইউনিয়ন এক মিলনমেলায় পরিণত হয়। দিনাজপুর, বগুড়া, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁওসহ প্রায় ২০টি জেলার ঘোড় সওয়ারীরা এতে অংশ নেয়।

প্রতিযোগিতা দেখতে আসা রেজওয়ানুল হক জানান, ‘ঘোড়দৌড় খেলা শুধু বাপ-দাদার কাছে গল্প শুনি কখনো চোখে দেখিনি। ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন ইউনিয়ন হওয়া এই খেলার আয়োজন করেছেন এখানকার স্থানীয় যুবকরা। তারা একটি মহৎ উদ্যোগ নিয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবেল সিংয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ইসলাম, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ৪ বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত সিংহ।

(আই/এসপি/জানুয়ারি ০৩, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test