E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশা পৌর নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই

২০২১ জানুয়ারি ০৩ ১৬:৪০:১৯
পাংশা পৌর নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সকাল ১১টার সময় পাংশা উপজেলা হল রুমে পাংশা উপজেলা রিটানিং কর্মকর্তা আব্দুল আলীমের সঞ্চলনায় তৃতীয় ধাপে পৌরভার নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে পাংশা উপজেলা নির্বাচন কমিশন। তারই আলোকে পাংশা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। 

মেয়র পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তারমধ্যে ৩ জন প্রাথী যাচাই বাছাইতে টিকে। তারা হলেন- মোঃ ইদ্রিস আলী মন্ডল স্বতন্ত্র প্রার্থী, মোঃ ফজলুল হক ফরহাদ স্বতন্ত্র প্রার্থী, বিএনপি প্রার্থী মোঃ রইচ উদ্দিন খান। বাকি একজন ঋণ খেলাপীর কারনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোঃ ওয়াজেদ আলী মাষ্টারের মনোনয়ন পত্র সাময়ীকিভাবে বাতিল করা হয়েছে।

তবে রিটানিং অফিসারের ভাষ্যমতে যে সকল প্রার্থী ঋণ খেলাপী আছেন তারা যদি ৩ দিনের মধ্য তাদের মনোনয়নপত্র বৈধ করে জমাদিতে পারেন তাহলে তাদের মনোনয়ন পত্র বৈধ বলে গন্য হবে এবং তারা প্রার্থী হতে পারবে। এছাড়াও আরো দুইজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে ২নং ওয়ার্ডের প্রার্থী মোঃ আব্দুল মোতালেব ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছে অপরজন ৭নং ওয়ার্ডের প্রার্থী খন্দকার ফরিদ হোসেনের তথ্য অসম্পূর্ণ থাকায় তাহার মনোনয়ন বাতিল করা হয়েছে।

পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন জেলা রিটানিং কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

পাংশা উপজেলার নিবার্হী কর্মকর্তা মোহাম্মাদ আলী ও পাংশা মেেডল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহাদত হোসেন।

(একে/এসপি/জানুয়ারি ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test