E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কটিয়াদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় 

২০২১ জানুয়ারি ০৩ ১৮:৩৬:১৪
কটিয়াদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় 

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আবহমান গ্রামীণ সংস্কৃতির প্রতীক ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মুমুরদিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

মুমরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান মো: ছেনু মিয়া, ওসি তদন্ত মো: শফিকুল ইসলাম, মুমরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা: লিটন সূত্রধর প্রমুখ।

প্রতিযোগিতায় কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জসহ ১৫ টি জেলা থেকে আসা অর্ধশতাধিক ঘোড়া অংশ নেয়। সকাল থেকে প্রতিযোগিতার মাঠে ঘোড়দৌড় দেখার জন্য আসতে থাকেন উৎসুক হাজার হাজার দর্শক, বিকালে দৌড় শুরু হওয়ার আগেই মাঠ কানায়-কানায় ভরে যায় দর্শকে। ঘোড়দৌড় শুরু হলে মাঠের চারপাশে চলতে থাকে উৎসুক দর্শকের উল্লাস। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারিকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। উৎসবমূখর পরিবেশে দর্শকরা উপভোগ করেন গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

(ডিডি/এসপি/জানুয়ারি ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test