E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা 

২০২১ জানুয়ারি ০৪ ১৫:২৭:০৫
গাজীপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা 

স্টাফ রির্পোটার, গাজীপুর : ‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এ প্রতিপদ্য নিয়ে সোমবার গাজীপুরে কোভিড-১৯ (করোনা) ও ডেঙ্গু রোধ প্রতিরোধে সচেতনতা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন কর্যালয়ের মেডিকেল অফিসার ডা: জাকিয়া সুলতানা, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সাংবাদিক ইকবাল আহমেদ সরকার, মুজিবুর রহমান, আমিনুল ইসলাম, শাহ সামসুল হক রিপন প্রমুখ।

বক্তব্যে সিভিল সার্জন জানান, কোভিড-১৯ (করোনা) সংকট চলাকালীন সময়ে গাজীপুরে মোট ৫৪ হাজার ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা সনাক্ত হয়েছে ৬হাজার ৮৭৪জনের ও করেনায় মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

তিনি আরো জানান, গাজীপুর অত্যন্ত শিল্প-করখানা ও জনসংখ্যা অধ্যুষিত হওয়া সত্ত্বেও করোনা সনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে দেশের মধ্যে অবস্থান নিন্মতম দিক থেকে ৩য় স্থান। বর্তমান সময়েও গাজীপুরে ২টি বুথে বিনামূল্যে করোনা নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য রাখেন।

(এস/এসপি/জানুয়ারি ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test