E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে পুলিশ অফিসারের বিচারের দাবিতে মানববন্ধন

২০২১ জানুয়ারি ০৪ ১৬:১১:৪৪
বরিশালে পুলিশ অফিসারের বিচারের দাবিতে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিম রেজাকে পুলিশ হেফাজতে হত্যার প্রতিবাদে দোষী পুলিশ অফিসারের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল বার শিক্ষানবীশ আইনজীবীদের আয়োজনে নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষানবীশ আইনজীবী পারভেজ বীনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মহসিন মন্টু, আবুল কালাম আজাদ, মিলন ভূইয়া, সাকলাইন মোস্তাক, হুমাউন কবির মাসুদ প্রমুখ।

বক্তারা রেজাউল করিম রেজাকে হত্যার সুষ্ঠ তদন্ত দাবি করে অভিযুক্ত (ডিবি) পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, রেজাকে বাসার পাশের একটি চায়ের দোকানের সামনে থেকে ধরে নিয়ে পরবর্তীতে নির্মমভাবে টর্চার করে দুইটি মিথ্যা মামলার নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। বক্তারা আরও বলেন, রেজার হত্যার সুষ্ঠ তদন্ত না হলে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।

নিহতের পিতা ইউনুচ মিয়া জানান, গত ২৯ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে নয়টার দিকে রেজাউলকে আটক করে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন মাহি। ওই রাতেই মাদকদ্রব্যসহ তাকে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরেরদিন থানা পুলিশ আদালতের মাধ্যমে রেজাউলকে জেলহাজতে প্রেরণ করেন। পরবর্তীতে গুরুত্বর অসুস্থ্য হয়ে পরলে শুক্রবার তাকে কারাগার থেকে শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হলে সেখানে শনিবার দিবাগত রাত ১২টার দিকে রেজাউলের মৃত্যু হয়। তার (ইউনুচ) অভিযোগ আটকের পর পুলিশের নির্যাতনে অসুস্থ্য হয়ে তার ছেলের মৃত্যু হয়েছে।

অপরদিকে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান মৃত্যুর বিষয়টি অনুসন্ধানের জন্য উপ-পুলিশ কমিশনারকে (দক্ষিণ) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test