E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে মাহি-মালিতা ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন

২০২১ জানুয়ারি ০৪ ২০:৩১:৩৭
ঝিনাইদহে মাহি-মালিতা ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী বাজারে মাহি-মালিতা ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার চান্দুয়ালী বাজারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফ সেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্ব্যসেবা প্রকল্পের উদ্বোধন, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত লোকজনের মাঝে মাহি-মালিতা ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফকরুল ইসলাম বলেন, মাহি-মালিতা ফাউন্ডেশন আত্বমানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় আড়াই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান, অসহায়দের মাঝে চিকিৎসা সাহায্য প্রদান, আড়াই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ও মাস্ক বিতরণ করা হয়।

তিনি সমাজের অবহেলিত মানুষের সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী, ডাঃ মোঃ জাকির হোসেন, ডাঃ মোঃ লিমন পারভেজ, ডাঃ মোঃ মুশফিকুর রহমান, ডাঃ আলিফ হোসেন, ২নং মধুহাটি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আলিম উদ্দিন, মেডিকেল এ্যাসিস্ট্যান্ড মিনহাজুল আবেদীন, অনিক হোসেন, সুজন সোহান, ডাঃ আক্তারুজ্জামান (মিলন) সহ প্রমুখ।

(একে/এসপি/জানুয়ারি ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test