E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশ বক্স আছে পুলিশ নাই, প্রতি রাতেই ছিনতাই

২০২১ জানুয়ারি ০৫ ১৭:৫২:৫৭
পুলিশ বক্স আছে পুলিশ নাই, প্রতি রাতেই ছিনতাই

স্টাফ রির্পোটার, গাজীপুর : গাজীপুরের সির্টি কপোরেশনের বিআইডিসি রোডে (তিতাস গ্যাস অফিস সংলগ্ন) লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হওয়া পুলিশ বক্সটিতে বিগত সাত মাসে রাত দিনে কোন পুলিশ সদস্যের দেখা পাওয়া যায়না বলে জানায় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা নাগাত এলাকাটি একেবারে নির্জন হয়ে যাওয়াতে এলাকাটিতে প্রতি রাতেই ঘটে আসছে অপ্রীতিকর ঘটনা, প্রতি রাতেই ছিনতাইকারীর কবলে পড়ে পথচারীরা।

সাত মাস পূর্বে হওয়া পুলিশ বক্সটির উল্টো দিকে থাকা রেলের লাইনম্যান জানান, প্রতি গভীর রাতে বিভিন্ন মানুষের চেচামচির আওয়াজ পাওয়া সত্তেও একা থাকার কারনে বাইরে বের হওয়ার সাহস হয় না। প্রতি রাতে ছিনতাই হচ্ছে এই এলাকায়। পুলিশ বক্সে পুলিশ থাকলে হয়তো এধরনের ঘটনা ঘটবেনা বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে গাজীপুর মেট্রো সদর থানার ওসি রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, বর্তমানে পুলিশ সংকটের কারনে একটু সম্যসা হচ্ছে, দুই এক দিনের ভিতরে আমরা ব্যবস্থা নিবো।

এই সড়কটি কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, দুটি বিশ্ববিদ্যালয় ও কয়েকটি আবাসিক এলাকায় যাবার একমাএ রাস্তা।

এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সড়কে লক্ষ লক্ষ টাকা খরচ করে পুলিশ বক্স থাকা সত্বেও পুলিশ শূন্যতায় ভীত এলাকাবাসী।

(এস/এসপি/জানুয়ারি ০৫, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test