E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

২০১৪ আগস্ট ২২ ১৬:৩৯:৫৯
পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যরা। শুক্রবার ভোর রাত চারটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো, উপজেলার হুদারপাড়া গ্রামের আজিজ মোল্লার ছেলে শুকুর আলী (৫০), কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম বালাতাড়ি গ্রামের ওসমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও একই উপজেলার ভালুক শিমুলবাড়ি গ্রামের মোন্তাজ আলীর ছেলে এশার আলী (৩৬)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদ জানান, সুজানগরের হুদারপাড়া গ্রামে শুকুর আলীর বাড়িতে ৭/৮ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে তিন ডাকাতকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি রাম দা, একটি চাইনিজ কুড়াল ও একটি ধারালো চাকু।

র‌্যাব কমান্ডার আরও জানান, আটককৃতদের মধ্যে শুকুর আলী আন্ত:জেলা ডাকাত দলের অন্যতম নেতা। তার বিরুদ্ধে পাবনার সুজানগর, আটঘরিয়া, আতাইকুলা ও সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হত্যা, ডাকাতিসহ মোট ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের সুজানগর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

(এসএইচ/জেএ/আগস্ট ২২, ২০১৪)




পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test