E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে নাগরিক সুবিধার দাবিতে প্রতিবন্ধী সংগঠনের মানববন্ধন 

২০২১ জানুয়ারি ১০ ১৮:০৩:৪৩
গোয়ালন্দে নাগরিক সুবিধার দাবিতে প্রতিবন্ধী সংগঠনের মানববন্ধন 

এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দে থ্রি স্টার প্রতিবন্ধী সংগঠন তাদের নাগরিক সুবিধা পাওয়ার দাবিতে রবিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এলাকায় মানববন্ধন করেছে।

এ সময় গোয়ালন্দ উপজেলা থ্রি স্টার প্রতিবন্ধী সংগঠনের সভাপতি শহীদ শেখ ও সাধারণ সম্পাদক উজ্জল মিয়া সহ উপজেলার কয়েক শত প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। প্রতিবন্ধীদের পক্ষ থেকে শহীদ শেখ জানান অসহায় প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুবর্ণ নাগরিক হিসাবে প্রতিবন্ধী কার্ড প্রদান করলেও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা আমাদের কোন সুবর্ণ নাগরিকের সুযোগ সুবিধা দিচ্ছে না। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি যেন গোয়ালন্দের সকল প্রতিবন্ধী সুবর্ণ নাগরিকের সুযোগ সুবিধা পায়।

বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ পদক্ষেপে জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে কেউ গৃহহীন থাকবে না এমন প্রকল্পের আওতায় গৃহনির্মাণ কার্যক্রমেও কোন প্রতিবন্ধীকে ঘর প্রদান করা হয়নি এমনকি দুস্থ প্রতিবন্ধীদের ভিজিডি প্রকল্পের আওতায় খাদ্য তালিকা ভিজিডি কার্ডের নাম তালিকাভুক্ত করা হয়নি। এবং এই শীতের মধ্যে গোয়ালন্দের অসহায় প্রতিবন্ধী যারা আসেন অনেক অনেক শীতের মধ্যে তাদের দিন কাটছে অথচ তাদের কোন কম্বলের ব্যবস্থা করা হয়নি। এমন পরিস্থিতিতে আমরা আমাদের নাগরিক সুবিধা পাওয়ার দাবিতে মানববন্ধন করছি।

প্রতিবন্ধী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় কয়েক শত প্রতিবন্ধী উপস্থিত ছিলেন সকাল ১১ টায় প্রতিবন্ধী সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে ব্যানার ফেস্টুন উপজেলা কমপ্লেক্স এলাকায় সমবেত হয় এ বিষয়ে সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা প্রতিবন্ধীরা কোনো নাগরিক সুবিধা পাচ্ছিনা বিশেষ করে দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম আমাদের কোনো সুযোগ-সুবিধা ও দিচ্ছেন না.। দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম আমাদের ভুয়া প্রতিবন্ধী হিসেবে আখ্যায়িত করতে চেষ্টা করছে। যেহেতু প্রতিবন্ধী সনাক্ত করেন একজন সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার । যেহেতু প্রতিবন্ধীদের ভুয়া প্রতিবন্ধী বলেছে ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম। সেক্ষেত্রে প্রতিবন্ধীরা হাফিজুল ইসলামের বিরুদ্ধে সরকারের কাছে বিচারের দাবি জানান।

এ বিষয়ে দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামকে জানতে চাইলে তিনি বলেন, ওই সংগঠনের সভাপতি শহীদ শেখ একজন ভুয়া প্রতিবন্ধী আমরা তাকে প্রতিবন্ধী তালিকা থেকে কার্ড বাতিল করার জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। তাছাড়া আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা সত্য নয় শহীদ একজন ভুয়া প্রতিবন্ধী সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজুল ইসলাম বলেন অন্য কোনো প্রতিবন্ধীর ব্যাপারে আমার কোন আপত্তি নাই।

তারা যে সুযোগ সুবিধা পাবে আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব উল্লেখ করে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, শহীদ শেখ প্রতিবন্ধীদের জন্য ছয় শত কম্বল চেয়ে ছিলেন আমার সাধ্যের বাইরে তাই আমি এই সহযোগিতা করতে পারিনি। তাছাড়া প্রতিবন্ধীরা যে দাবী দাওয়া করছে আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই আমি তাদের সহায়তা করব।

এদিকে প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এর সামনে অবস্থান করছিলেন এ সময় অনেক প্রতিবন্ধী তারা প্রকাশ করে বলেন আমরা প্রধানমন্ত্রীর দেয়া কার্ডের উপর লেখা সুবর্ণ নাগরিক থাকলেও কোন সুযোগ সুবিধা পাচ্ছিনা অনতিবিলম্বে আমরা আমাদের প্রতিবন্ধী সুযোগ সুবিধা পাওয়ার দাবি জানাচ্ছি।

রবিবার ঢাকা কেন্দ্রীয় প্রতিবন্ধী কমিটির সভাপতি আবুল মাস্টার মোঃ খোকন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আবুল মাস্টার খোকন বলেন প্রতিবন্ধীরা খুবই অসহায় এদের কোনও যাওয়ার জায়গা নাই তাই আমি দাবি জানাচ্ছি সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য যখন যাই গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী সহ সারাদেশের সকল প্রতিবন্ধীরা যেন তাদের ন্যায্য অধিকার।

(এইচ/এসপি/জানুয়ারি ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test