E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তৃণমূলের গ্রহণযোগ্যতাই আমাকে নির্বাচিত করবে : তৈয়বুর

২০২১ জানুয়ারি ১১ ২৩:২২:০৩
তৃণমূলের গ্রহণযোগ্যতাই আমাকে নির্বাচিত করবে : তৈয়বুর

ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি। নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শৈলকূপা পৌর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত যুগ্ম সাধারণ তৈয়বুর রহমান খান। উত্তরাধিকার ৭১ নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও পৌরসভা নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন অরিত্র কুণ্ডু।

উত্তরাধিকার ৭১ নিউজ : মেয়র পদে এবারই প্রথম নির্বাচন করছেন। অভিজ্ঞতা কেমন?

তৈয়বুর রহমান খান : হ্যাঁ, নির্বাচনে হার-জিত থাকবেই। তবে গত দুইবারের নির্বাচিত মেয়র পৌর এলাকার উন্নয়নের জন্য কোন কাজ করেনি। তবে এই অবহেলিত পৌরসভার তৃণমূলের সমর্থনে আমি মেয়র পদে নির্বাচন করছি।

উত্তরাধিকার ৭১ নিউজ : এবার প্রথমবারের মতো শৈলকূপা পৌরসভায় ইভিএমে ভোট হবে। ইভিএম নিয়ে কী ভাবছেন?

তৈয়বুর রহমান খান: ইভিএম বিষয়ে ভোটারদের খুব ভালো ধারণা নেই। প্রজেক্টরের মাধ্যমে নির্বাচন অফিসের লোকেরা যদি বিষয়টা ভালোভাবে দেখাতেন, তবে ভোটারদের উপকার হতো। প্রজেক্টরের মাধ্যমে বারবার এটা দেখানো দরকার। তবে আমাদের কর্মীরা ভোটের প্রচারণার সময় ইভিএম বিষয়েও প্রচারণা চালাচ্ছে।

উত্তরাধিকার ৭১ নিউজ : ভোটারদের অনেকে বলছেন প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী, আপনার মত কী?

তৈয়বুর রহমান খান : সব নির্বাচনে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে এই এলাকায় ভোটারদের উপস্থিতি ভালোই থাকে। আর কাউন্সিলর প্রার্থীরাই নিজেদের ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। সব মিলিয়ে ভোটার কিন্তু কেন্দ্রে আসবে। তৃণমূল আমাকে ভীষণ ভালোবাসে আমিও তৃণমূলের উপর বিশ্বাসী ।
আমি বিশ্বাস করি তৃণমূলে আমার গ্রহণযোগ্যতাই আমাকে নির্বাচিত করবে।

উত্তরাধিকার ৭১ নিউজ : এবার কেমন নির্বাচন আশা করছেন? জয়লাভের প্রত্যাশা কতটুকু?

তৈয়বুর রহমান খান: নির্বাচন ভালো হবে। মানে ভোট অবাধ নিরপেক্ষ হবে, কেন্দ্রে আসতে মানুষজনের স্বতঃস্ফূর্ততা থাকবে। আর জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

উত্তরাধিকার ৭১ নিউজ : আপনার প্রতিদ্বন্দ্বী আ.লীগ প্রার্থীর কর্মীরা আপনার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে, কাজে বাধা দিচ্ছে—এমন অভিযোগ আছে, আপনার বক্তব্য?

তৈয়বুর রহমান খান : হ্যাঁ সত্য কথা। গত কয়েকদিন আ.লীগ প্রার্থীর ক্যাডার বাহিনী আমার কর্মী সমর্থকদের হামলা করেছে, প্রচার মাইক ভেঙেছে, প্রচারণায় বাঁধা দিচ্ছে। মূলত মাঠ গরম করার জন্য এসব কথা হয়। আর নির্বাচন এলেই আ.লীগের প্রার্থী কাজী আশরাফুল আযম নির্বাচন করতে বিশেষ আগ্রহ দেখান।এবার যেমন বলে বেড়াচ্ছেন, সব ট্যাক্স মাফ করে দেবেন পৌরকর কমাবেন। তা ওনার কি সেই সাধ্য আছে?

উত্তরাধিকার ৭১ নিউজ : নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন?

তৈয়বুর রহমান খান : প্রতিশ্রুতি দিয়ে আমি নির্বাচন করতে চাই না। অবহেলিত শৈলকূপা পৌরসভার সন্ত্রাস-মাদক মুক্ত করবো, রাস্তাঘাটের উন্নয়ন করবো, মাত্রাতিরক্ত পৌরকর পৌরবাসীর জন্য সহনলীল পর্যায়ে আনবো, অটোরিকশার রেজিষ্ট্রেশন ফি কমাবো, নারী ও শিশুবান্ধব পৌরসভা গড়ে তুলতে চাই।এসব কাজ পুরোপুরি বাস্তবায়ন করবো।এতে করে এই অবহেলিত পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে। ভোটারদের এসব কথাই বলছি।

উত্তরাধিকার ৭১ নিউজ : বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতা, অনুন্নত রাস্তাঘাটসহ শৈলকূপা পৌর এলাকা নানা সমস্যায় জর্জরিত।বিশেষ কোনো পরিকল্পনা আছে কি?

তৈয়বুর রহমান খান : বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা জায়গা কিনে বর্জ্য ব্যবস্থাপনা করবো। পৌর এলাকার সকল রাস্তাঘাট উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে চাই।

উত্তরাধিকার ৭১ নিউজ : সাক্ষাৎকারের জন্য সময় দেওয়ায় ধন্যবাদ।

তৈয়বুর রহমান খান : উত্তরাধিকার ৭১ নিউজ ধন্যবাদ।

(একে/এসপি/জানুয়ারি ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test