E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রযুক্তিবান্ধব ও হয়রানিমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে চাই’

২০২১ জানুয়ারি ১২ ২৩:০৭:১৪
‘প্রযুক্তিবান্ধব ও হয়রানিমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে চাই’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, প্রযুক্তিবান্ধব ও হয়রানিমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে চাই। এটি স্থাপনে আদালতে বিচার পেতে আসা মানুষের চলাচলের হয়রানি কমে যাবে। লিফট আদালতে বিচারপ্রার্থীদের চলাচলের পথ সুগম করবে।’ 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতের নবনির্মিত ১০তলা ভবনের লিফট উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। স্বল্প পরিসরের এই আয়োজনে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত লিফট উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ূন কবীর। এছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক এস এম নুরুল ইসলামসহ দুই আদালতের বিচারকমণ্ডলী, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাড. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম. সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, অ্যাড. তপন কুমার দাসসহ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/জানুয়ারি ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test