E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুরুদাসপুরে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে ৮ জনের দু’বছর করে কারাদন্ড

২০১৪ আগস্ট ২২ ২০:২৯:৫৩
গুরুদাসপুরে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে ৮ জনের দু’বছর করে কারাদন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে ৮ জনকে দু’বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার ভ্রাম্যমান আদালতের বিচারক গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার এই দন্ডাদেশ প্রদান করেন।

এছাড়া জয়নাল নামে অপর এক মাদক সেবীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ৮ জন হলো গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈড় এলাকার সাইফুল ইসলাম ওরফে ডিপজল (৩০), চাঁচকৈড় পুরানপাড়া এলাকার আব্দুল আউয়াল মিন্টু (২৮) ও কামাল শাহ (৪০), গারিষাপাড়া এলাকার মনিরুল ইসলাম মনি (৩০), মধ্যপাড়া এলাকার আশরাফ (৪৭), শাহজাহান (৪০), আনারুল (২৫) ও সাগর (২০)।

গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম কারাদন্ডাদেশের সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জনের সশ্রম ও চার জনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই ৮ জনকে আটক করা হয়। শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাদের দু’বছর করে কারাদন্ডাদেশের আদেশ দেন। পরে তাদের নাটোর কারাগারে প্রেরন করা হয়।

(এমআর/অ/আগস্ট ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test