E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলায় দুই মেয়রসহ ৩২ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন 

২০২১ জানুয়ারি ১৬ ১৩:১৪:৩০
মোংলায় দুই মেয়রসহ ৩২ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখল করে বিএনপি মেয়র প্রার্থীসহ এক স্বতন্ত্র মেয়র ও প্রতিদ্বন্দি কাউন্সিলর প্রার্থীদের এজেন্টদের পুলিং বুথ থেকে মারপিট করে বের করে দেয়া ও ভোটারদের কেন্দ্রে না আসতে দেয়ার প্রতিবাদে সকাল সাড়ে ১০ টায় সংবাদ সম্মেলন করে বিএনপির প্রার্থী জুলফিকার আলী, স্বতন্ত্র মেয়র প্রার্থী মোকছেদুর রহমান গামা, ২৩ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেন। 

ভোট বর্জন করে বর্তমান মেয়র ও বিএনপির মেয়র প্রার্থী জুলফিকার আলী জনাকৃর্ণ সংবাদ সম্মেলনে বলেন, সকালে ভোট শুরু হলে ১২টি কেন্দ্র থেকেই মারপিট করে আমার ও বিএনপি সমর্থিত কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের এজন্টদের বের করে দিয়ে সব কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রে থাকার কথা থাকলেও কেন্দ্রগুলোতে আমি কোন ম্যাজিস্ট্রেট খুজে পাইনি। রাস্তায় বেরিকেট দিয়ে বিএনপির ভোটারদের মারপিট করে তাড়িয়ে দেয়া হয়।

নির্বাচনের আগের রাতে ভাংচুর করা হয় এিনপির নেতাকর্মীদের বাড়ীঘর, লাঞ্ছিত করা হয় মা-বোনদের। নির্বাচনের রিটাংনিং কর্মকর্তাসহ প্রশাসন জানিয়েও কোন প্রতিকার মেলেনি। ভোটের নূনতম কোন পরিবেশ না থাকায় আমি বিএনপির মেয়র প্রার্থীসহ ২ জন মেয়র প্রার্থী ২৩ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেছি। সংবাদ সম্মেলনে এসময় ভোট বর্জনের ঘেঅষনা দেয়া অধিকাংশ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ভোট বর্জন করা বিএনপি মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, সব কেন্দ্রেই সুষ্ঠভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরাজয় নিশ্চিত জেনে তারা ভোট বর্জনের নাটক করেছে।

তবে, মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের সহকারী রিটাংনিং অভিসার ও মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দাবী করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রের জন্য ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ২‘শ ২০ জন পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, আনাসার ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়। ১২টি কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ১২ জন প্রিজাইডিং অফিসার ও ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন।

(এসএকে/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test