E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে প্রধানমন্ত্রীর উপহারের ৭০টি পাকাবাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত

২০২১ জানুয়ারি ১৬ ১৭:১৪:২৩
রাজারহাটে প্রধানমন্ত্রীর উপহারের ৭০টি পাকাবাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৭০টি আধাপাকা ঘরের বন্দোবস্ত দেয়া হয়। এতোমধ্যে পাকা ঘরগুলির নির্মান শেষ হওয়ায় এগুলো হস্তান্তরের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এগুলো হস্তান্তর করবেন প্রকৃত ভূমিহীন পরিবারের কাছে।

রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম জানান, উপজেলায় ১কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দে ৭০টি আধাপাকা ঘর নির্মান করা হয়। প্রতিটি ঘর নির্মান বাবদ ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা। তিনি আরও জানান, "ক" শ্রেণীর ভূমিহীন পরিবার ২ শতক জমি সাথে টিনসেড আধাপাকা বাড়ি পাচ্ছেন। দ্রুত নির্মান শেষ হওয়ায় গৃহহীনদের এইসব ঘর হস্তান্তরের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি, হস্তারিত কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও ডিসিআর প্রদান করবেন।

শনিবার এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নূরে তাসনিম বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারের বরাদ্দকৃত আধাপাকা বাড়ি নির্মান শেষ হওয়ায় ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফান্সিংয়ের মাধ্যমে ঘোষনা দিলেই প্রত্যেক পরিবারের হাতে নির্মিত ঘরের চাবিসহ কাগজপত্র তুলে দেয়া হবে।

(পিএস/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test