E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আর কতজনের কাছে চোখের পানি ফেলবে অসহায় রওশান আরা

২০২১ জানুয়ারি ১৭ ২৩:৪৫:৪০
আর কতজনের কাছে চোখের পানি ফেলবে অসহায় রওশান আরা

আশরাফুল ইসলাম, গাইবান্ধা : দেশে সরকারি ভাবে জমি ও ঘর পাচ্ছে বহু মানুষ বহু পরিবার। সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলায় কয়েক শত পরিবার পাচ্ছে এ সরকারি সুবিধা পলাশবাড়ী উপজেলায় প্রায় ৫ শতাধিক পরিবার এ সুবিধা পেলেও।  একেবারে অসহায় পরিবারে মানুষ গুলো আজও বঞ্চিত হয়ে রয়েছেন । একটু স্থায়ী আশ্রয়ের ও নিরাপদ নীড়ের আশায় দীর্ঘদিন হলো দ্বারে দ্বারে ঘুড়েছেন পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী পৌরসভা এলাকায় ছোট শিমুলতলা গ্রামের মকবুল হোসেনের বাড়িতে একটি পরিত্যক্ত টিনের ঘরে বসবাস করে ৫৫ বছর বয়সি রওশনা আরা বেগম। এ গ্রামেই তার দীর্ঘদিনের বসবাস।

উপস্থিত গণমাধ্যমকর্মী স্থানীয় অন্যান্য পেশার মানুষ গুলোর গা গতরে হাত পায়ে মিনতির সূরে দু চোখের বাধাহীন অশ্রজল ঝরছে। আখি আমার কাছে কতই না আকুতি মিনতি করছে আমার হৃদয় জুড়ে শহীদের সে তাজা রক্ষণ হচ্ছে। যে রক্তের বিনিময়ে বাঙ্গালী আজও পাচ্ছে না নিজ অধিকার খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য ও বাসস্থান।

শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের থানার সামনে সাংবাদিকদের দেখে হাউ মাউ করে কেদে উঠে করুন আহাজারিতে সে বলতে থাকে কতজন কে কত বার ভোট দিনু কেউ মোক এনা সরকারি ভাবে ঘর বা জমি নিয়ে দিলোনা। সবাই খালি দেখবো দিবে বলে যায় যুগের পর যুগ চলে যায় কিন্তু কেউ মোক এনা কেউ সরকারি জমি বা ঘর দিলো না। শেখ হাসিনা সরকার বলে গরিব মানুষক জমি দিচ্ছে ঘর দিচ্ছে মোক এনা কেউ নিয়ে দিলো না। মুই কাকো ত টাকা দিবার পাওনা সেই কারনে কোন চেয়ারম্যান, মেম্বার মোক এনা জমি আর ঘর দিলোনা।

এসময় সে আরো বলেন, তোমরা বাবা মোক এনা সরকারি জমি ও ঘর নিয়ে দেও। মুই তোমারে জন্য নামাজ পড়ে দোয়া করিম। এই ঠান্ডার মধ্যে মুই গ্রাম ঘুরে ঘুরে চায়া চিন্তে নিয়ে খাও জীবন চলাও মোক এনা তোমরা ঘর নিয়ে দাও বাবা আল্লাহ্ তোমারে ভালো করবি।

এরকম আরো এক অসহায় হতভাগী রয়েছে সে গোলেজা বেগম (৬০) সে তার মেয়ে ও দুই নাতনিকে এসেছে আমবাড়ী গ্রামে রাস্তার মোরে একটি টিনের ঘর ভাড়া নিয়ে যাদের বসবাস সে অন্যান্যদের মতো বাস্তভিটাহীন । নেই ঘর ,নেই দোয়ার, নেই একটু মাথা গোজার ঠাই। সে আশায় আছে সরকারি ভাবে একটি টুকরো খাস জমি পাবে আর পাবে সরকারি ভাবে একটি ঘর । কিন্তু পলাশবাড়ীর অনেক নেতার দ¦ারে দ্বারে ঘুড়েও আজও তার নামটি অন্তভূক্ত করা হয়নি ।

এদিকে অসহায় মানুষ গুলোর জন্য সরকারি ভাবে দেওয়া জায়গা জমি ও ঘর প্রদান প্রকল্পে অন্তভূক্ত করার জন্য পৌর এলাকার সচেতন মহলসহ সাধারণ মানুষ জেলা ও উপজেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্টদের নিকট ও মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

(এ/এসপি/জানুয়ারি ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test