E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৯টি কেন্দ্রেই নৌকা প্রতীকে জয়ী আসাদুল

২০২১ জানুয়ারি ১৮ ১২:৪০:৩৭
৯টি কেন্দ্রেই নৌকা প্রতীকে জয়ী আসাদুল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া পৌরসভার নির্বাচনে প্রথম ইভিএম পদ্ধতির ভোট নিয়ে নানান আলোচনা সমালোচনা থাকলেও সব দূরে ঠেলে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। 

এ নির্বাচনে পৌর এলাকার ৯টি কেন্দ্রের ৯টিতেই নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন বর্তমান মেয়র কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ আসাদুল হক ভূঞা। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুল ইসলাম শফিক।

নৌকা প্রতীকে আসাদুল হক ভূঞা পেয়েছেন ৯ হাজার ১শ ৭৬ ভোট এবং ধানের শীষ প্রতীকে শফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২শ ৫৬ ভোট। ৯টি কেন্দ্রের মধ্যে ১ নং আদমপুর কেন্দ্রে নৌকা ৮৮৭, ধানের শীষ ১৭৯, সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে নৌকা ১১৮৫, ধানের শীষ ১৩৭, আলীপুর কেন্দ্রে ১৬৭৯, ধানের শীষ ৩৫, টেঙ্গুরী কেন্দ্রে নৌকা ১০৬১, ধানের শীষ ৩৬৭, কলেজ কেন্দ্রে নৌকা ১২৩৩, ধানের শীষ ৭৬০, জয়হরি কেন্দ্রে নৌকা ৫১৮, ধানের শীষ ১০৫, দিগদাইর কেন্দ্রে নৌকা ৪৫৩, ধানের শীষ ২১১, আদর্শ স্কুল কেন্দ্রে নৌকা ১২৩৫ ধানের শীষ ১৮১, চন্দ্রগাতি কেন্দ্রে নৌকা ৯২৫, ধানের শীষ ২৮০ ভোট পেয়েছেন।

কোন প্রকার গোলযোগ ছাড়াই সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হওয়ায় নব নির্বাচিত মেয়র মোঃ আসাদুল হক ভূঞা পৌরবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নির্বাচনের দায়িত্বে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

(এসবি/এসপি/জানুয়ারি ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test